এক্সপ্লোর
Advertisement
রুচিকা মামলা:সুপ্রিম কোর্ট বহাল রাখল দোষীসাব্যস্ত হরিয়ানার প্রাক্তন ডিজিপি-র সাজার নির্দেশ
নয়াদিল্লি: রুচিকা গিরহোত্রা শ্লীলতাহানি মামলায় দোষী সাব্যস্ত হরিয়ানার প্রাক্তন ডিজিপি এসপিএস রাঠোরের সাজা বহাল রাখল দেশের শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টে আজ বিচারপতি এমবি লোকুরের ডিভিশন বেঞ্চ এক রায় বলে, রাঠোরের আঠারো মাসের হাজতবাসের সাজা বহাল রাখা হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালে দেশের শীর্ষ আদালত রাঠোরের জামিন মঞ্জুর করে। পরে দেশের এক নিম্ন আদালত ফের রাঠোরকে ১৮ মাসের সাজার নির্দেশ দেয়। যদিও এরআগে হরিয়ানার প্রাক্তন ডিজিপি ছমাস হাজতবাস করে ফেলেছিলেন।
এরপরই সুপ্রিম কোর্টে ১৮ মাসের হাজতবাসের সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন প্রাক্তন ডিজিপি। এক নিম্ন আদালত রুচিকা মামলায় রাঠোরের সাজা ছমাস থেকে বাড়িয়ে ১৮ মাস করার নির্দেশ দেয়। সেই নির্দেশই আজকের রায়ে বহাল রাখল সুপ্রিম কোর্ট।
২০১০ সালের সেপ্টেম্বরে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট রুচিকাকাণ্ডে রাঠোরের ভূমিকার নিন্দা করে নিম্ন আদালতের রায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানানো প্রসঙ্গে বলে, একজন উচ্চপদস্থ আধিকারিকের এধরনের আচরণ লজ্জাজনক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement