এক্সপ্লোর
Advertisement
বিষাক্ত রাসায়নিক মেশানো চিঠি পেয়েছেন, দাবি সাধ্বী প্রজ্ঞার, পুলিশের কাছে দায়ের অভিযোগ
বিষাক্ত রাসায়নিক মেশানো চিঠি পেয়েছেন বলে জানিয়ে ভোপালে পুলিশে অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। তাঁর অভিযোগ, ডাকে তিনি কয়েকটি এনভেলাপ পেয়েছেন, যেগুলির সঙ্গে বিষাক্ত রাসায়ণিক ছিল। ভোপালের সাংসদের বাড়ি থেকে পুলিশ ৩-৪ টি এনভেলাপ বাজেয়াপ্ত করেছে। এরমধ্যে কয়েকটিতে উর্দুতে লেখা চিঠি ছিল বলে জানানো হয়েছে।
নয়াদিল্লি: বিষাক্ত রাসায়নিক মেশানো চিঠি পেয়েছেন বলে জানিয়ে ভোপালে পুলিশে অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। তাঁর অভিযোগ, ডাকে তিনি কয়েকটি এনভেলাপ পেয়েছেন, যেগুলির সঙ্গে বিষাক্ত রাসায়নিক ছিল। ভোপালের সাংসদের বাড়ি থেকে পুলিশ ৩-৪ টি এনভেলাপ বাজেয়াপ্ত করেছে। এরমধ্যে কয়েকটিতে উর্দুতে লেখা চিঠি ছিল বলে জানানো হয়েছে।
প্রজ্ঞা বলেছেন, 'একটি সন্দেহজনক এনভেলাপ আমার বাড়িতে আসে। খাম খুলে দেখতে গিয়ে আমার সহকারীর হাতে ভেতরে থাকা পাউডারের মতো লেগে যায়। সঙ্গে সঙ্গে তাঁর হাত জ্বালা করতে শুরু করে। আমি সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে বিষয়টি জানাই'।
প্রজ্ঞা বলেছেন, 'ওই চিঠি ছিল উর্দুতে লেখা এবং আরও কয়েকটি চিঠি ছিল। এ ধরনের চিঠি এর আগেও পেয়েছি। তখনও এ ব্যাপারে পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এটা দেশের শত্রুদের একটা বড় ষড়যন্ত্র।
বিজেপি সাংসদ বলেছেন, চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কাশ্মীরের রাজ্যপাল সহ আমার ছবি কলম দিয়ে কাটা ছিল। দেশের জন্য যাঁরা কাজ করছেন, এই শত্রু ও জঙ্গিরা তাঁদের নিশানা করার চেষ্টা করছেন।
এনভেলাপে কী ধরনের রাসায়নিক ছিল, এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, ফরেনসিক দল পরীক্ষা করে দেখার পরই তা স্পষ্ট হবে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এরইমধ্যে প্রজ্ঞার ঠিকানা লেখা একটি বাদামি এনভেলাপের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবির সঙ্গে যে বার্তা রয়েছে, তাতে দাবি করা হয়েছে, এই এনভেলাপে এমন কিছু বিষাক্ত জিনিস রয়েছে, যা প্রাণঘাতী।।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement