এক্সপ্লোর
Advertisement
ভারতের বিশেষ নাগরিকত্ব পাচ্ছেন পাক অভিনেত্রী সলমা
নয়াদিল্লি: একসময়ের বলিউড অভিনেত্রী ও গায়িকা সলমা আগা ভারতের ‘বৈদেশিক নাগরিকত্ব’ পেতে চলেছেন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। এর ফলে সলমা একাধিকবার ভারতে প্রবেশের অনুমতি, আজীবন ভিসা পাবেন এবং এদেশে আসার পর তাঁকে পুলিশে রিপোর্ট করতে হবে না। এই খবর জানার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়েছেন সলমা।
জন্মসূত্রে পাকিস্তানি এই অভিনেত্রী বর্তমানে ব্রিটেনের নাগরিক। তিনি কিছুদিন আগেই ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ কার্ড পাওয়ার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করল স্বরাষ্ট্র মন্ত্রক।
সাধারণত, ভারতের কোনও নাগরিকের সন্তান বা পরবর্তী বংশধরদেরই ‘বৈদেশিক নাগরিকত্ব’ দেওয়া হয়। পাকিস্তান বা বাংলাদেশের কোনও নাগরিকের বংশধরেরা এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন না।
সলমার মায়ের বাবা প্রয়াত অভিনেতা যুগল কিশোর মেহতা ভারতীয় ছিলেন। তাঁর স্ত্রী আনোয়ারী বেগম ১৯৩০-৪০ এর দশকের বিখ্যাত গায়িকা ছিলেন। সলমার মা নাসরিনও অভিনেত্রী ছিলেন। ১৯৪৬ সালে মুক্তি পাওয়া ‘শাহজাহান’ ছবিতে কুন্দনলাল সায়গলের বিপরীতে অভিনয় করেন নাসরিন। সেই কারণেই সলমাকে ভারতের বিশেষ নাগরিকত্ব দেওয়া হচ্ছে।
সলমা আটের দশকে বেশ কয়েকটি হিন্দি ছবিতে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ১৯৮২ সালের ছবি ‘নিকাহ’। এই ছবিতে ‘দিল কে আরমান আঁসুও মে বহে গায়ে’ গানটি গেয়ে সেরা মহিলা নেপথ্য সঙ্গীত শিল্পীর ফিল্মফেয়ার পুরস্কার পান সলমা। এরপরেই তিনি ভারতে জনপ্রিয় হয়ে ওঠেন।
কিছুদিন আগে পাক গায়ক আদনান সামিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। বলিউডের বর্তমান নায়িকাদের মধ্যে ব্রিটিশ নাগরিক ক্যাটরিনা কাইফ, মার্কিন নাগরিক দীপ্তি নাভাল এবং চেক প্রজাতন্ত্রের নাগরিক ইয়ানা গুপ্ত দীর্ঘদিন ধরে ভারতে আছেন এবং কাজ করছেন। এবার সলমা আশাও ভারতের বিশেষ নাগরিকত্ব পেতে চলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement