এক্সপ্লোর
মোদীর ভূয়সী প্রশংসা. বিজেপিতে যোগদানের ইঙ্গিত মুলায়ম-ঘনিষ্ঠ অমর সিংহের
![মোদীর ভূয়সী প্রশংসা. বিজেপিতে যোগদানের ইঙ্গিত মুলায়ম-ঘনিষ্ঠ অমর সিংহের Samajwadi Party Leader Amar Singh Considered Close To Mulayam Praises Modi Says May Join Bjp মোদীর ভূয়সী প্রশংসা. বিজেপিতে যোগদানের ইঙ্গিত মুলায়ম-ঘনিষ্ঠ অমর সিংহের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/17184734/AmarSingh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর নোট বাতিলের পদক্ষেপ সমর্থন করে বিজেপিতে যোগদানের ইঙ্গিত অমর সিংহের। তিনি বলেছেন, বিজেপিতে যোগদানের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি বটে, তবে কোনওদিনও যোগ দেওয়ার পরিকল্পনা নেই, এমনও বলছি না।
সমাজবাদী পার্টি (সপা)-র সাম্প্রতিক ঘরোয়া কলহ-বিবাদে বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম। একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে সেই অমর সিংহ বলেছেন, হতে পারে মোদী আরএসএস প্রচারক, কিন্তু ঘটনা হল, বিপুল ভোটে জিতেছেন তিনি। বিজেপির নয়, গোটা দেশের প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে একটা কথাই বলতে পারি। ওনার পরিবার, ছেলে কিছুই নেই। উনি বংশ পরিচয়ের রাজনীতি করেন না। মুলায়ম সিংহ যাদবেরও যেমন কোনও পারিবারিক রাজনীতি নেই। সেদিক থেকে মোদী, মুলায়ম একই গোত্রে পড়েন। অন্যদিকে, মোতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, রাহুল গাঁধী- বংশানুক্রমিক রাজনীতির ধারা বহাল রয়েছে। কিন্তু মোদীর এমন কোনও ঐতিহ্যই নেই।
তবে তিনি মোদী না মুলায়ম, কার সঙ্গে এখন থাকছেন, প্রশ্ন করা হলে অমর বলেন, সারা জীবন কোণঠাসা মুলায়মের পাশেই থাকব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)