এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশের ভোটার হলে কী পাবেন জানেন? 'সমাজবাদী স্মার্টফোন'!!
লখনউ: মিক্সার গ্রাইন্ডার, রঙিন টিভির দিন শেষ। ভোটারদের মন জয় করতে আসছে ‘সমাজবাদী স্মার্টফোন’। আনছেন অখিলেশ যাদব, মুলায়ম সিংহ যাদবরা। অখিলেশ সরকারের বক্তব্য, এই ‘স্মার্ট’ যোজনার মাধ্যমে রাজ্যের গরিব মানুষদের সরকারি যোজনা ও নীতি সম্পর্কে ওয়াকিবহাল করা যাবে। এতে আধুনিক সব সফটওয়্যার তো থাকবেই, তারপর নাকি এমন এক অ্যাপ থাকবে, যার মাধ্যমে রাজ্য সরকারের পলিসি নিয়ে ফিডব্যাক দিতে পারবেন গ্রাহকরা।
১৮ বছরের বেশি বয়সি উত্তরপ্রদেশের যে কোনও বাসিন্দা এই ফোনের জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, পরিবারের বার্ষিক রোজগার ২ লাখ টাকার কম হতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এই ফ্রি স্মার্টফোনের জন্য, সম্ভবত আগামী মাস থেকেই শুরু হবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
তাৎপর্যপূর্ণ হল, ২০১৭-র মাঝামাঝি সময়ে ডেলিভারি হবে এই স্মার্টফোন। ততদিনে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট চুকেবুকে গিয়ে নয়া সরকার ক্ষমতায় চলে আসবে। অর্থাৎ, যদি চাও পকেটে স্মার্টফোন থাকুক, তবে ভোট দাও এসপিকে। না চাইলে বিজেপি বা বিএসপিকে ভোট দিও, ওরা সরকারে এসেই এই প্রকল্পের বারোটা বাজিয়ে দেবে, বিনা পয়সায় স্মার্টফোনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সমাজবাদী পার্টি মনে করছে, তরুণ প্রজন্ম মিক্সার বা রঙিন টিভির থেকে স্মার্টফোনের বেশি ভক্ত। তাই স্মার্টফোনের মায়াতেই তাদের আবদ্ধ করতে এই টোপ ফেলেছে তারা।
এর আগে ২০১২-য় এসপি যখন বিএসপি-কে হঠিয়ে লখনউয়ের তখত দখল করে, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ছাত্রছাত্রীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়া হবে। ক্ষমতায় এসে অখিলেশ সরকার তা বিলি করেছিল ঠিকই কিন্তু বিতর্ক যা হয়েছিল, তা এখনও মনে আছে উত্তরপ্রদেশের মানুষের।
আগামী বছর জানুয়ারিতেই সম্ভবত মিটে যাবে গোবলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট। লড়াই মূলত এসপি, বিএসপি ও বিজেপির মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement