এক্সপ্লোর
সমঝোতা বিস্ফোরণ মামলায় ১৩ পাকিস্তানি সাক্ষীকে হাজিরার সমন পাঠাল এনআইএ
![সমঝোতা বিস্ফোরণ মামলায় ১৩ পাকিস্তানি সাক্ষীকে হাজিরার সমন পাঠাল এনআইএ Samjhauta Blast Case Nia Court Summons 13 Pak Witnesses সমঝোতা বিস্ফোরণ মামলায় ১৩ পাকিস্তানি সাক্ষীকে হাজিরার সমন পাঠাল এনআইএ](https://static.abplive.com/abp_images/436765/thumbmail/National%20Investigation%20Agency.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ মামলায় ১৩ জন পাকিস্তানি সাক্ষীকে হাজিরার জন্য সমন পাঠাল বিশেষ এনআইএ আদালত। ২০০৭ সালের ওই বিস্ফোরণ মামলায় ওই ১৩ জনকে ৪ জুলাই থেকে হরিয়ানার পঞ্চকুল্লার নিম্ন আদালতে হাজিরা দিতে হবে।
এনআইএ-র এক মুখপাত্র জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রক মারফত ওই সমন পাঠানো হবে। চালু পদ্ধতি অনুসারে, সমনগুলি প্রথমে যাবে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে। তারা সেগুলি তুলে দেবে পাক বিদেশমন্ত্রকের হাতে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি সমঝোতা এক্সপ্রেসের দুটি কামরায় বিস্ফোরণে ৬৮ জন পুড়ে মারা যান। নাশকতার পিছনে প্রথমে সিমি-র দিকে সন্দেহের আঙুল উঠলেও পরে অভিযোগের তির ঘুরে যায় দক্ষিণপন্থী কয়েকটি গোষ্ঠীর দিকে। স্বামী অসীমানন্দ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে এনআইএ। সম্প্রতি অসীমানন্দ আজমেঢ় দরগা বিস্ফোরণে রেহাই পেয়েছেন।
এনআইএ বলেছিল, তাদের তদন্তে বেরিয়ে এসেছে যে, গুজরাতের অক্ষরধাম, জম্মুর রঘুনাথ ও বারাণসীর সঙ্কট মোচন মন্দিরে জেহাদি, সন্ত্রাসবাদী হামলায় 'গুমরে মরছিলেন', 'মনের ক্ষোভ' তিনি প্রকাশ করতেন সম মতাবলম্বী বেশ কয়েকজনের কাছে। তিনি 'বোমার বদলে বোমা' তত্ত্ব বের করেন। এজন্য তারা সমঝোতা এক্সপ্রেসকে বেছে নেন, কেননা এই ট্রেনের অধিকাংশ যাত্রীই পাকিস্তানি নাগরিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)