কয়েদি নম্বর ১০৭১১! আত্মসমর্পণ করে জেল গেলেন 'চিন্নাম্মা' শশীকলা
![কয়েদি নম্বর ১০৭১১! আত্মসমর্পণ করে জেল গেলেন 'চিন্নাম্মা' শশীকলা Sasikala Sent To Jail কয়েদি নম্বর ১০৭১১! আত্মসমর্পণ করে জেল গেলেন 'চিন্নাম্মা' শশীকলা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/15204407/Sasikala1_PTI.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই ও বেঙ্গালুরু: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় জেলে গেলেন এআইএডিএমকে প্রধান ভি কে শশীকলা। গতকাল সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর এদিন বেঙ্গালুরুর নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে, তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এদিন সুপ্রিম কোর্টে আত্মসমর্পণের জন্য আরও ২ সপ্তাহ সময় চেয়ে আবেদন করেম শশীকলা। সেই আবেদন শীর্ষ আদালত খারিত করতেই বেঙ্গালুরুতে বিশেষ বিচারক অশত্থনারায়ণের সামনে আত্মসমর্পণ করেন ৬০ বছরের নেত্রী।
এদিন চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দিয়ে সড়কপথে বেঙ্গালুরু পৌঁছন শশীকলা। তারপর সোজা কর্নাটক-তামিলনাড়ু সীমান্ত লাগোয়া হোসুরের ২৮ কিলোমিটার দূরে পরাপ্পনা আগ্রাহারায় সেন্ট্রাল জেলে যান তিনি।
জেলে পৌঁছনোর পর প্রথামাফিক তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট মহিলা সেলে। জানা গিয়েছে, আগামী চার বছর শশীকলার পরিচয় হবে কয়েদি নম্বর ১০৭১১।
তাঁর জন্য বিশেষ কোনও ব্যবস্থা হচ্ছে না। আরও ২ সহ-বন্দিনীর সঙ্গেই থাকতে হবে শশীকলাকে। এমনকী, খেতে হবে জেলের খাবারই। কারণ, এদিন বিচারক বাড়ির খাবার আনার অনুমতি দেননি।
শশীকলার পাশাপাশি এদিন এই মামলায় আরও ২ দোষী সাব্যস্ত ভি এন সুধাকরণ ও এলাবারসীও আদালতে আত্মসমর্পণ করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)