এক্সপ্লোর
Advertisement
জয়া, এমজিআরকে কেউ ছাপিয়ে যেতে পারবে না, এআইএডিএমকে প্রধান হয়ে শশীকলা
চেন্নাই: বছরের শেষ দিনে আম্মার স্থলাভিষিক্ত হলেন চিন্নাম্মা। কর্মী-সমর্থকদের জয়ধ্বনির মধ্যে আনুষ্ঠানিকভাবে এআইএডিএমকে-র সচিব হিসেবে দায়িত্ব নিলেন ভি কে শশীকলা। দলীয় প্রধান হওয়ার পর তিনি বলেছেন, ‘আম্মা চিরদিন আমার হৃদয়ে থাকবেন। ৩৩ বছর ধরে আমি দলে তাঁর সঙ্গে ছিলাম। এআইএডিএমকে-তে কেউ জয়া ও এমজিআর-কে ছাপিয়ে যেতে পারবে না।’
এদিন কড়া নিরাপত্তায় দলের সদর দফতরে পৌঁছন শশীকলা। প্রথমে তিনি দলের প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রনের মূর্তিতে মালা দেন। তারপর জয়ললিতার ছবিতে পুস্পার্ঘ্য অর্পন করেন। এরপর সরকারিভাবে দলীয় প্রধানের দায়িত্ব নেন। পয়েজ গার্ডেন থেকে রয়াপেট্টায় দলের সদর দফতর পর্যন্ত রাস্তার দু পাশে দাঁড়িয়ে থাকা এআইএডিএমকে কর্মী-সমর্থকরা চিন্নামাকে অভ্যর্থনা জানান। শশীকলাও হাত জোড় করে তাঁদের অভ্যর্থনার জবাব দেন।
দলীয় দফতরে শশীকলার সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ই মধুসূদনন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম এবং লোকসভার ডেপুটি স্পিকার এম থাম্বিদুরাই।
দলীয় প্রধানের দায়িত্ব নেওয়ার পর কর্মী-সমর্থকদের উদ্দেশে শশীকলা বলেন, ‘হাজার বছরেও কেউ আম্মার শূন্যস্থান পূরণ করতে পারবে না। আম্মার দেখানো পথেই চলব আমরা। আরও একশো বছর তামিলনাড়ুতে এআইএডিএমকে সরকার থাকবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement