এক্সপ্লোর
১০ কোটি জরিমানা না দিলে আরও ১৩ মাস জেলের ঘানি টানতে হবে শশীকলাকে
![১০ কোটি জরিমানা না দিলে আরও ১৩ মাস জেলের ঘানি টানতে হবে শশীকলাকে Sasikala To Serve 13 More Months In Jail If She Fails To Pay Rs 10 Crore Fine ১০ কোটি জরিমানা না দিলে আরও ১৩ মাস জেলের ঘানি টানতে হবে শশীকলাকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/16174743/sasikala-jail.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কারাদণ্ডের ফলে এআইএডিএমকে নেত্রী শশীকলার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার আশা ভেস্তে গিয়েছে। তাঁর পক্ষে আরও দুঃসংবাদ। শুধু চার বছরের কারাদণ্ডই নয়, সর্বোচ্চ আদালত তাঁর ১০ কোটি টাকা জরিমানাও করেছে। জরিমানা দিতে না পারলে তাঁকে আরও ১৩ মাস জেলের ঘানি টানতে হবে। বেঙ্গালুরু জেল সুপার কৃষ্ণকুমার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখে। শশীকলা ও তাঁর আত্মীয়দের ৪ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকেরই ১০ কোটি টাকা করে জরিমানা ধার্য করে।
উল্লেখ্য, ২০১৪-তে নিম্ন আদালতের রায়ের পর শশীকলা ২১ দিন জেল খেটেছেন। এরফলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাঁকে আরও ৩ বছর ১১ মাস জেলে কাটাতে হবে।
জেল সুপার জানিয়েছেন, এই মামলায় সাজাপ্রাপ্ত শশীকলা, ইল্লাভারসি ও সুধাকরণের প্রতি জেলে অন্যান্য বন্দীদের মতোই একই ধরনের আচরণ করা হচ্ছে। তাঁদের বিশেষ কোনও সুবিধা দেওয়া হচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)