এক্সপ্লোর
Advertisement
স্বামী, বৃদ্ধ শাশুড়ির সঙ্গে 'ভাল ব্যবহার' করুন, দাম্পত্য মামলায় স্ত্রীকে সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট স্বামীর সঙ্গে মিলেমিশে থাকতে, শাশুড়ির সঙ্গে 'ভাল ব্যবহার' করতে বলল এক মহিলাকে । ওই দম্পতি যাতে নিজেদের মতো শান্তিতে থাকতে পারেন, সেজন্য মহিলার বাপের বাড়ির লোকজনকে তাঁদের ব্যাপারে নাক না গলানোর পরামর্শ দিয়েছে, ভদ্রমহিলাকে তাদের সম্মতি ছাড়া স্বামীকে ছেড়ে যেতেও বারণ করেছে সর্বোচ্চ আদালত।
ওই দম্পতির ঝগড়া, বিবাদের ব্যাপারে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্বামী। হাইকোর্ট ওই দম্পতিকে আলাপ-আলোচনার পথে মতপার্থক্য দূর করতে বলেছিল।
বিচারপতি ক্যুরিয়েন জোসেফ ও বিচারপতি দীপক গুপ্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ ওই স্বামী, স্ত্রীর সঙ্গে কথা বলে জানায়, অন্তত কয়েকটা সপ্তাহ তাঁদের একসঙ্গে থাকার একটা সুযোগ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ১৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন স্থির করে বেঞ্চ। তাদের মত, এখনও তাঁদের সম্পর্কে সব কিছু শেষ হয়ে যায়নি।
বেঞ্চ বলেছে, আমাদের মনে হয়, দুপক্ষকে কয়েকটা সপ্তাহ একসঙ্গে থাকার সুযোগ দেওয়া উচিত। বিষয়টি আমাদের বিবেচনাধীন থাকুক। স্ত্রীকে আবেদনকারী অর্থাত্ স্বামীর সঙ্গে যেতে বলা হচ্ছে। তাঁকে ভদ্র ব্যবহার করতে, স্বামী ও বৃদ্ধ শাশুড়ির সঙ্গে ভাল আচরণ করতে নির্দেশ দেওয়া হল। তাঁর বাপের বাড়ির সদস্যরা তাঁদের শান্তিপূর্ণ দাম্পত্যে হস্তক্ষেপ করতে বারণ করা হচ্ছে। আদালতের নির্দেশ ছাড়া স্ত্রী যেন স্বামীকে ছেড়ে না যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement