এক্সপ্লোর
Advertisement
বিচারপতি জোশেফের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম
নয়াদিল্লি: উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোশেফের সুপ্রিম কোর্টে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার বিচারপতি জোশেফের পদোন্নতির সুপারিশ ফিরিয়ে দেয়। এরপর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পাঁচ সদস্য প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি কুরিয়ান জোশেফ। বিচারপতি জোশেফের বিষয়টি ছাড়াও কলকাতা, রাজস্থান, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের কয়েকজন বিচারপতির পদোন্নতি ঘটিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে আসার বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি বলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়েছে। পরের বৈঠক কবে হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
বিচারপতি জোশেফ ছাড়াও আইনজীবী ইন্দু মালহোত্রকে সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়োগ করার বিষয়ে এ বছরের ১০ জানুয়ারি সুপারিশ করা হয়। তবে গত ২৬ এপ্রিল বিচারপতি জোশেফের পদোন্নতির সুপারিশ মানতে অস্বীকার করে আইনমন্ত্রক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, কেরল থেকে সুপ্রিম কোর্টে যথেষ্ট বিচারপতি আছেন। তাছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার মাপকাঠির সঙ্গে এই প্রস্তাব মানানসই ছিল না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement