এক্সপ্লোর
মুজফফরপুর মহিলা আবাসিক হোমে যৌন হেনস্থা: তদন্তকারী অফিসারকে সরানোয় সিবিআইকে তোপ, নাগেশ্বরকে ১২-ই হাজিরার নির্দেশ, মামলা বিহার থেকে দিল্লির আদালতে সরালো সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বিহারে মুজফফরপুর মহিলা আবাসিক হোমে যৌন হেনস্থার অভিযোগ মামলায় সিবিআইকে তুলোধনা সুপ্রিম কোর্টের। এই মামলার তদন্তকারী প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টর এ কে শর্মাকে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে সংস্থার বাইরে বদলি করায় সিবিআইয়ের তত্কালীন অন্তর্বর্তী প্রধান এম নাগেশ্বর রাওকে সশরীরে ১২ ফেব্রুয়ারি তাদের সামনে হাজিরা দিতে বলল সুপ্রিম কোর্টের বেঞ্চ, যার মাথায় রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বেঞ্চ সর্বোচ্চ আদালতের আগের দুটি নির্দেশ লঙ্ঘনের ঘটনাকে কঠোর দৃষ্টিতে দেখছে। সর্বোচ্চ আদালত তাতে মহিলা হোমে যৌন নির্যাতন মামলার তদন্তকারী টিম থেকে শর্মাকে সরাতে নিষেধ করেছিল। কিন্তু শীর্ষ আদালতের আগাম অনুমতি ছাড়াই গত ১৭ জানুয়ারি শর্মাকে সিআরপিএফে সরিয়ে দেওয়ায় রাওকে আদালত অবমাননার নোটিস দিয়েছে বেঞ্চ। যে অফিসাররা শর্মাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা থেকে সরানোর প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাঁদের নাম জানাতে বর্তমান সিবিআই অধিকর্তা ঋষি কুমার শুক্লকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি দীপক গুপ্তা, বিচারপতি সঞ্জীব খন্না। রাও ছাড়াও শর্মার বদলি প্রক্রিয়ায় জড়িত বাকি সব সিবিআই অফিসারকেও ১২ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলেছে বেঞ্চ। নির্দেশ অগ্রাহ্য করায় সিবিআইয়ের প্রসিকিউশন ডিরেক্টর ইনচার্জ এস ভাসু রামকেও থাকতে বলেছে। টাটা ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্সেস (টিআইএসএস)-এর এক রিপোর্টে বিহারের মুজফফরপুরে একটি এনজিও পরিচালিত হোমের মেয়েদের যৌন নিগ্রহ, ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। শোরগোল হয় প্রবল। এদিন সুপ্রিম কোর্ট এই মামলা বিহারের এক আদালত থেকে নয়াদিল্লির আদালতে সরাতে বলেছে। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, অনেক হয়েছে, আর নয়! মেয়েদের সঙ্গে এমন আচরণ চলতে পারে না। মুজফফরপুর বাদে আরও ১৬টি মহিলা হোম পরিচালনার ব্যাপারে বিহার সরকারকে কাঠগড়ায় তুলেছে বেঞ্চ, হুঁশিয়ারি দিয়েছে, তারা যেসব বিষয় জানতে চাইছে, সে ব্যাপারে প্রত্যাশিত জবাব না পেলে মুখ্যসচিবকে তলব করতে বাধ্য হবে। এই মামলার বিচার প্রক্রিয়ায় এযাবত্ হওয়া অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে বেঞ্চের নির্দেশ, ৬ মাসে বিচার শেষ করতে হবে। মামলাটি সাকেত জেলা কমপ্লেক্সের পকসো আদালতে সরাতে বলেছে বেঞ্চ। আজ থেকে ২ সপ্তাহের মধ্যে মামলা ও তার সব নথিপত্র সরানোর প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করতেও বলেছে বিহার সরকারকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















