এক্সপ্লোর
রাজ্যে রাজ্যে খরা, নীরব দর্শক হয়ে থাকতে পারে না কেন্দ্র, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: দেশের বিস্তীর্ণ এলাকা খরা কবলিত। কিন্তু কিছু করছে না কেন্দ্র। এহেন বক্তব্য জানিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। নিষ্ক্রিয়তার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, ৯টি রাজ্য খরায় জ্বলছে। কেন্দ্র নীরব দর্শক হয়ে চোখ বুজে বসে থাকতে পারে না। এদিন শুনানির সময় গুজরাত সরকার জানায়, তারা এপ্রিল থেকেই খাদ্য নিরাপত্তা আইন কার্যকর করেছে। তবে ঘটনা হল, সু্প্রিম কোর্টের কঠোর সমালোচনার মুখে পড়েই তারা এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। স্বরাজ অভিযান নামে একটি সংগঠনের পিটিশনের পরিপ্রেক্ষিতে এহেন কঠোর মনোভাব সুপ্রিম কোর্টের। সংগঠনটির দাবি, খরা কবলিত রাজ্যগুলির গরিব মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করতে হবে। সরকারকে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত উদ্যোগ নিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















