এক্সপ্লোর
অখিলেশ সরকারের আইন খারিজ সুপ্রিম কোর্টে, সরকারি বাংলো নয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের

নয়াদিল্লি: ক্ষমতা চলে যাওয়ার পরও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাসভবন বরাদ্দ সংক্রান্ত উত্তরপ্রদেশের অখিলেশ যাদব সরকারের আইন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলেছে, এই আইন সমতার অধিকারকে লঙ্ঘন করেছে। তাই তা সংবিধানের পরিপন্থী। সুপ্রিম কোর্ট বলেছে, এই আইনে যে সংশোধনী আনা হয়েছিল তা 'একতরফা ও বৈষম্যমূলক' এবং সংবিধানে বর্ণিত সমতার অধিকারের ধারণার পরিপন্থী। কোনও ব্যক্তি সরকারি পদ ছাড়ার পর সাধারণ মানুষের সঙ্গে আর কোনও তফাত থাকে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলোতে থাকতে দেওয়ার অনুমোদন দিয়ে যে সংশোধনী আনা হয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি এনজিও। এই মামলায় গত ১৯ এপ্রিল রায় স্থগিত রেখেছিল আদালত। এর আগে আদালত পর্যবেক্ষণে বলেছিল, এনজিও আইনের যে ধারাকে চ্যালেঞ্জ জানিয়েছে, তা যদি অবৈধ ঘোষণা করা হয়, তাহলে অন্য রাজ্যগুলিরও এধরনের আইনগুলি চ্যালেঞ্জের মুখে পড়বে। এনজিও উত্তরপ্রদেশের পূর্বতন অখিলেশ সরকারের ১৯৮১-র উত্তরপ্রদেশ মন্ত্রীবর্গ (বেতন,ভাতা ও বিবিধ ধারা) আইনের সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়েছিল আদালতে। বিভিন্ন ট্রাস্ট, সাংবাদিক, রাজনৈতিক দল, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, বিচারবিভাগীয় আধিকারিক ও সরকারি আধিকারিকদের সরকারি বাসস্থানের বন্দোবস্ত সংক্রান্ত রাজ্য সরকারের ২০১৬-র আইনকেও চ্যালেঞ্জ জানানো হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















