এক্সপ্লোর
Advertisement
‘বিধি সংশোধনে উদ্যোগ কেন্দ্রের, ফের বিমানে চড়তে পারেন শিবসেনা সাংসদ’
নয়াদিল্লি: বিমানে চড়ার ক্ষেত্রে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের ওপর নিষেধাজ্ঞা খুব শীঘ্রই উঠে যেতে পারে। এজন্য অসামরিক বিমান পরিবহণ প্রয়োজনীয়তা বা সিএআর বিধি সংশোধন করা হতে পারে সূত্রের খবর। এই বিধির আওতায় কোনও যাত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিমান পরিবহণ সংস্থাগুলি।যদিও এদিন সংসদে সরকার জোর গলায় এই বিধির পক্ষে সওয়াল করেছিল। এদিন লোকসভায় স্পিকার সুমিত্রা মহাজন বিষয়টির সদ্ভাবপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিলেন। এরপর অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে শিবসেনা সাংসদদের বৈঠকে ডাকেন স্পিকার।
রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কর্মীকে গায়কোয়াড়ের নিগ্রহ করার প্রসঙ্গ এদিন সংসদের উভয় কক্ষেই উঠেছিল। এ বিষয়ে আলোচনায় লোকসভায় উত্তাপও ছড়ায়।
লোকসভায় শিবসেনা সাংসদরা তাঁদের দলের সাংসদের বিমানে চড়ার ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দায় সরব হন। যদিও তাঁরা স্বীকার করে নেন যে, তাঁদের দলের ওই সদস্য ঠিক কাজ করেননি। এই প্রসঙ্গে শিবসেনা সাংসদ আনন্দরাও আদসুল কমেডি স্টার কপিল শর্মার মেলবোর্ন থেকে মুম্বই ফেরার পথে বিমানে মত্ত অবস্থায় সহকর্মীকে গালিগালাজ ও আক্রমণ করার অভিযোগটি তুলে ধরেন। তিনি বলেন, কপিল শর্মার ওপর তো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। শিবসেনা সাংসদরা দাবি করেন, গায়কোয়াড়ের ওপর নিষেধাজ্ঞা সংবিধান ও আইন লঙ্ঘনের সামিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানান তাঁরা। কিন্তু সংসদে এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনও আশ্বাস মেলেনি। বরং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী পি অশোক গজপতি রাজু বলেন, বিমানে যে কোনও ধরনের হিংসার ফল মারাত্মক হতে পারে।
এদিকে, সাংসদের অবমাননা হয়েছে, এই অভিযোগ তুলে গায়কোয়াড়ের নির্বাচনী কেন্দ্র ওসমানাবাদে শিবসেনা সমর্থকরা এদিন বনধ পালন করেন। যদিও এদিন দেখা মেলেনি গায়কোয়াড়ের। তিনি বলেছেন, দলীয় নেতৃত্ব তাঁকে মুখ খুলতে মানা করেছেন।
লোকসভায় এদিন কংগ্রেস সাংসদদের সঙ্গে শিবসেনা সদস্যদের উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়।
পরে সুমিত্রা মহাজন গজপতি রাজুর সঙ্গে শিবসেনা সাংসদদের বৈঠকে ডাকেন।
মহাজন বলেন, সাংসদকে সংসদে হাজির থাকতে হয়। তাই তাঁরা সব সময় ট্রেনে যাতায়াত করতে পারেন না। বিমানেও যাতায়াত করতে হয়। তাই আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা উচিত।
রাজ্যসভাতেও বিষয়টি উত্থাপন করেন সমাজবাদী পার্টি সাংসদ নরেশ আগরওয়াল। বিমান পরিবহণ সংস্থাগুলি এভাবে কোনও সাংসদের বিমান যাত্রায় নিষেধাজ্ঞা জারি করতে পারেন কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন আগরওয়াল।
উল্লেখ্য, গত ২৩ মার্চ পুনে থেকে বিমান দিল্লিতে পৌঁছনোর পর গায়কোয়াড় এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে জুতোপেটা করেন। বিমানটির সমস্ত আসনই ছিল ইকোনমি ক্লাসের। কিন্তু এরপরও তাঁকে বিজনেস ক্লাসে না বসানোয় এয়ার ইন্ডিয়া কর্মীর ওপর চোটপাট করেন তিনি।পরে ওই কর্মীকে তিনি মারধর করেন। এরপরই ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স গায়কোয়াড়ের বিমান যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement