এক্সপ্লোর
দেরাদুনে উঁচু ক্লাসের ‘দাদা’দের হাতে ছাত্র খুন, ধামাচাপা দিতে ক্যাম্পাসের মধ্যেই পুঁতে দিল স্কুল কর্তৃপক্ষ
![দেরাদুনে উঁচু ক্লাসের ‘দাদা’দের হাতে ছাত্র খুন, ধামাচাপা দিতে ক্যাম্পাসের মধ্যেই পুঁতে দিল স্কুল কর্তৃপক্ষ Seniors kill boy, school authorities bury body inside campus: Police দেরাদুনে উঁচু ক্লাসের ‘দাদা’দের হাতে ছাত্র খুন, ধামাচাপা দিতে ক্যাম্পাসের মধ্যেই পুঁতে দিল স্কুল কর্তৃপক্ষ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/09/08114835/murder.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দেরাদুন: ঋষিকেশের কাছে এক স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রকে খুন করার পর ঘটনা ধামাচাপা দিতে দেহ স্কুল চত্ত্বরের মধ্যেই পুঁতে দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই ছাত্রকে উঁচু ক্লাসের ছেলেরা ক্রিকেট ব্যাট ও উইকেট দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। এই ঘটনা পুলিশে জানানো তো দূরের কথা, কর্তৃপক্ষ মৃত ছাত্রের দেহ ক্যাম্পাসের মধ্যেই পুঁতে দেয়।
এ মাসের ১০ তারিখ ঘটনাটি ঘটলেও উত্তরাখণ্ড কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের হস্তক্ষেপের পরেই বিষয়টি জানাজানি হয়। ১২ বছরের ওই ছেলেটি স্কুলের বন্ধুদের সঙ্গে একবার বেড়াতে গিয়ে কয়েকটি বিস্কুট চুরি করে বলে অভিযোগ। এর ফলে শাস্তিস্বরূপ সব ছাত্রের ক্যাম্পাস থেকে বার হওয়া বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। এর জেরে ১০ তারিখ বিকেলে তাকে ঘণ্টার পর ঘণ্টা শারীরিক নির্যাতন করে উঁচু ক্লাসের ছাত্ররা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি তখনই পুলিশে জানানোর বদলে দেহ নিয়ে এসে তা স্কুল চত্ত্বরেই পুঁতে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকী ছেলেটির বাবা মাকেও বিষয়টি জানানো হয়নি। তদন্তের পর খুন সহ বিভিন্ন অভিযোগে স্কুলের ম্যানেজার, ওয়ার্ডেন, শারীরিক কসরত প্রশিক্ষক ও দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। দেহটি তুলে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)