এক্সপ্লোর
Advertisement
বাজেট পেশের মুখে চাঙ্গা হলেও পতন শেয়ার বাজারে
মুম্বই: সাধারণ বাজেট পেশের মুখে চাঙ্গা ছিল শেয়ার বাজার। কিন্তু অরুণ জেটলির বাজেট পেশের মধ্যেই ধাক্কা। তিনি কয়েকটি ক্যাপিটাল গেইনসের ওপর ১০ শতাংশ কর বসানোর কথা ঘোষণা করেন, যার জেরে সেনসেক্সে পতন হয় ৩০০ পয়েন্টের বেশি। এনএসই নিফটিও ১১,০০০-র নিচে নেমে যায়।
শুধু লং টার্ম ক্যাপিটেল গেইনসে কর আরোপ নয়, ২০১৭-১৮ অর্থবর্ষে কোষাগার ঘাটতির আগের অর্থবর্ষের ৩.২ শতাংশের থেকে বেড়ে ৩.৫ শতাংশে পৌঁছে যাওয়ায় জন্যও শেয়ার বাজার ধাক্কা খেয়েছে। ফিসক্যাল রেসপনসিবিটিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টে যেখানে ঘাটতির লক্ষ্য ৩ শতাংশ সেখানে আগামী অর্থবর্ষে কোষাগার ঘাটতি ৩.৩ শতাংশ করার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।
অর্থমন্ত্রীর বাজেট ভাষণের মধ্যেই সেনসেক্স ৩৭৪.৮৫ পয়েন্ট অর্থাত্ ১.০৪ শতাংশ পড়ে দাঁড়ায় ৩৫,৫৯০.১৭।
নিফটি-র পতন হয় ১১৭.২০ পয়েন্ট বা ১.০৬ শতাংশ। নিফটি নেমে আসে ১০,৯১০.৫০-এ।
জেটলির বাজেট পেশের মুখে ৩০ শেয়ারের বিএসই সূচক ১৭১ পয়েন্ট বেড়ে ৩৬হাজার সীমা ফের ছুঁয়ে ফেলে। আগের দুটি পর্বে ওই সূচক ৩১৮,২৩ পয়েন্ট খুইয়েছিল। তা অরুণ জেটলি বাজেট পেশ করার প্রাক্কালে ১৭১.৩৮ পয়েন্ট অর্জন করে পৌঁছয় ৩৬১৩৬.৪০-এ।
এনএসই নিফটিও ৪৯.৭০ পয়েন্ট বেড়ে নতুন করে চাঙ্গা হয়। তা বেড়ে হয় ১১০৭৭.৪০।
জেটলি এবার বিনিয়োগ-বান্ধব, উন্নয়নমুখী বাজেট পেশ করতে চলেছেন বলে প্রত্যাশা ছিল খুচরো ও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। বাজার চাঙ্গা হওয়া তারই প্রতিফলন বলে জানাচ্ছেন শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্রোকাররা।
পাশাপাশি চাঙ্গা হয়েছে ওয়াল স্ট্রিটও, ফেডেরাল রিজার্ভ হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ায়। তার রেশ পড়েছে এশিয়ার বাজারেও। তারই কিছুটা প্রভাব পড়েছে ভারতের বাজারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement