এক্সপ্লোর
পরিষেবায় ‘বাড়তি’ কর চালু হচ্ছে বুধবার থেকে
নয়াদিল্লি: কাল থেকে ফের বাড়ছে পরিষেবা কর। ফলে যে কোনও পরিষেবার জন্য গুণতে হবে বাড়তি টাকা। বিল বাড়বে মোবাইলের, মহার্ঘ হবে রেল ও বিমানের টিকিট। বাড়বে সিনেমা দেখা বা রেস্তোরাঁর খরচ। মাথায় হাত মধ্যবিত্তর।
এ বছরের বাজেটে পরিষেবা কর বাড়িয়ে ১৪ শতাংশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার সঙ্গে জুড়েছিল ০.৫ শতাংশ স্বচ্ছ ভারত সেস। প্রস্তাব ছিল আরও ০.৫ শতাংশ কৃষি কল্যাণ সেস-এর। বুধবার থেকেই লাগু হচ্ছে সেই কৃষি কল্যাণ সেস। ফলে পরিষেবা কর দাঁড়াচ্ছে ১৫ শতংশ। লাগু হবে করযোগ্য সব পরিষেবায়। ফলে প্রায় সব ক্ষেত্রেই গুণতে হবে বাড়তি কড়ি।
খরচ বাড়বে মোবাইল ফোনে কথা বলা বা মোবাইলে ইন্টারনেট করার। সপ্তাহান্তে আত্মীয়-পরিজনদের নিয়ে রেস্তোরাঁয় খাওয়ার জন্য খরচ হবে আরও বেশি। বাড়বে কেবল বা ডিটিএইচ-এর বিল। পছন্দের চ্যানেল দেখতে দিতে হবে বাড়তি টাকা। আরও দামি হবে ট্রেন বা বিমানের টিকিট।
ফলে বাইরে যাওয়ার জন্য খরচ আগের থেকে আরও বেশি। বাড়তি খরচ করতে হবে হলে গিয়ে সিনেমা দেখার জন্য। বিউটি পার্লারেও গুণতে হবে বেশি টাকা। খরচ বাড়বে সৌন্দর্য চর্চার। চিকিৎসা পরিষেবার জন্যও আরও বেশি হাল্কা হবে পকেট।
নতুন এই সেস থেকে সংগৃহীত অর্থ কাজে লাগানো হবে কৃষি ক্ষেত্র এবং কৃষকদের উন্নয়নে। কিন্তু তার জন্য খরচ বাড়বে সাধারণ মানুষের। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। তার ওপর এই বাড়তি পরিষেবা করে মাথায় হাত মধ্যবিত্তর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement