এক্সপ্লোর
অধ্যক্ষকে অবসরের দিন প্রতীকী ‘কবর’ উপহার! অভিযুক্ত এসএফআই সদস্যরা

পালাক্কাড় (কেরল): কলেজের অধ্যক্ষের অবসরের দিন তাঁকে ‘প্রতীকী কবর’ বানিয়ে ‘উপহার’ দিল একদল এসএফআই সমর্থক পড়ুয়া! প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অধ্যক্ষ। ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় কয়েকজন এসএফআই সদস্যের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এখানকার ১২৭ বছরের পুরানো সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ডঃ টি এন সারাসুর অভিযোগ, ৩১ মার্চ তাঁর অবসর গ্রহণের দিন কলেজ ক্যাম্পাসের ভিতরে তাঁর ‘প্রতীকী কবর’ তৈরি করে তার ওপর ফুল, পুষ্পস্তবক ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী অন্য পড়ুয়ারা তাঁকে বিষয়টি জানায়। এ ব্যাপারে তিনি পুলিশের কাছে দেওয়া অভিযোগে সিপিএমের অনুগামী ছাত্র সংগঠন এসএফআইয়ের অন্তত ৮ সদস্যের নামও উল্লেখ করেছেন। এদের পিছনে বাম-প্রভাবিত শিক্ষক সংগঠনের একাংশের প্ররোচনা, মদতের অভিযোগ তুলেছেন সারাসু। তিনি বলেছেন, আমি ওদের অধ্যক্ষ ছিলাম। তবে ওদের অন্যায় দাবির কাছে মাথা নত করিনি বলেই হয়ত ওদের রোষে পড়েছি। আমার দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সঙ্গে। ঘটনাচক্রে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষন, মেট্রোম্যান বলে খ্যাত ই শ্রীধরন, প্রয়াত সিপিএম নেতা ই এম এস নাম্বুদিরিপাদ, লেখক ও ভি বিজয়ন এই কলেজে পড়াশোনা করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















