এক্সপ্লোর
Advertisement
মুম্বই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে শাহরুখের মুক্তি না পাওয়া ছবি ‘আহামক’
মুম্বই: বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছোট-পর্দার সিরিজ।
জানা গিয়েছে, মুম্বই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে নয়ের দশকে দূরদর্শনে প্রদর্শিত শাহরুখ-অভিনীত একটি মিনি-সিরিজ ‘আহামক’ (বাংলায় আহাম্মক)।
সংবাদসংস্থা সূত্রে খবর, মণি কউল নির্দেশিত চার পর্বের ওই মিনি-সিরিজটি ১৯৯১ সালে দুরদর্শনে প্রদর্শিত হয়েছিল। তার পরের বছর, অর্থাৎ ১৯৯২ সালে সেটি নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।
পরবর্তীকালে, মিনি সিরিজটিকে জুড়ে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে পরিণত করা হলেও দেশে বা বিদেশ—বাণিজ্যিকভাবে কখনই মুক্তি পায়নি কিং খান অভিনীত ‘আহামক’।
এবার অষ্টদশ মুম্বই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। জানা গিয়েছে, ‘দ্য নিউ মিডিয়াম’ বিভাগের অন্তর্গত এই ছবিটি দেখানো হবে। পরপর চারটি পর্বকে জুড়ে মোট চার-ঘ্ণ্টার এই ছবি তৈরি করা হয়েছে।
‘আহামক’ ছবিটি ফিয়োডর দস্তোইয়েভস্কির রচিত ‘দ্য ইডিয়ট’ গল্পের অবলম্বনে তৈরি। বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন ছবির অভিনেতা এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
আয়োজকরা জানিয়েছে, জিগা ভার্তভ পরিচালিত ১৯২৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যান উইথ দ্য মুভি ক্যামেরা’ ছবি দিয়ে ‘দ্য নিউ মিডিয়াম’-এর উদ্বোধনী ছবি হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement