এক্সপ্লোর
Advertisement
রাজ্যসভায় অনুপস্থিত বিজেপি সাংসদরা, ব্যাখ্যা চাইতে পারেন অমিত শাহ
নয়াদিল্লি: হুইপ জারি করা সত্ত্বেও রাজ্যসভায় অনুপস্থিত ছিলেন দলীয় সাংসদরা। ক্ষুব্ধ বিজেপি সভাপতি অমিত শাহ তাঁদের কাছ থেকে অনুপস্থিতির ব্যাখ্যা চাইতে পারেন।
গতকাল দল হুইপ জারি করা সত্ত্বেও বেশ কয়েকজন বিজেপি সাংসদ রাজ্যসভার অধিবেশনে আসেননি। ফলে বিরোধীরা এককাট্টা হয়ে পিছিয়ে পড়া শ্রেণির ওপর একটি সংবিধান সংশোধন বিলে বেশ কয়েকটি সংশোধনী ঢুকিয়ে দেয়।
সরকারপক্ষের ভোট পড়ে ৫২টি ও বিরোধীদের ৭৪টি। ফলে বিলে সংশোধনী ঢোকাতে বিরোধীদের অসুবিধে হয়নি। অথচ রাজ্যসভায় শুধু বিজেপিরই সাংসদ সংখ্যা ৫৬, সদ্য এনডিএ-তে আসা জেডিইউ সাংসদদের ধরে শাসক জোটের সাংসদ সংখ্যা ৮৮-তে পৌঁছে যাচ্ছে।
আজ বিজেপি সংসদীয় দলের বৈঠকে এ ব্যাপারে নিজের অসন্তোষ গোপন রাখেননি দলীয় সভাপতি। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেছেন, দল হুইপ জারি করলে সাংসদদের অবশ্যই সংসদে থাকতে হবে। অমিত বলেছেন, যা ঘটেছে তা ঘটা উচিত ছিল না, আর যেন না ঘটে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement