এক্সপ্লোর
Advertisement
মালকিন সেক্স করতে চেয়েছিলেন, তাই মেরে ফেলেছি, খুনের পর জানাল ১৬ বছরের কিশোর
নয়াদিল্লি: অভাবে পড়ে লোকের বাড়ি পরিচারকের কাজ নিতে বাধ্য হয়েছিল ১৬ বছরের ছেলেটি। আর সেই কাজই বাধ্য করল তাকে হাতে ছুরি তুলে নিতে।
বুধবার রাতে সাহিবাবাদ পুলিশ স্টেশনে কাঁদতে কাঁদতে এসে হাজির হয় এক কিশোর। বলে, মালকিনকে মেরে ফেলেছে সে। না, টাকা বা অন্য কারণে নয়। মালকিন বারবার সেক্সের জন্য তাকে চাপ দিতেন। সহ্য করতে না পেরে সে কেটে ফেলেছে তাঁর গলা।
দিল্লির লাজপত নগরের সঙ্গম অ্যাপার্টমেন্টসের বাসিন্দা ওই মহিলার নাম অনিতা। ছেলেটি জানিয়েছে, মহিলা তাকে খালি চাপ দিতেন, তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। আর বারবার সে ফিরিয়ে দিত ওই প্রস্তাব। এমনকী এ জন্য তাঁকে মেরে ফেলার ভয়ও দেখিয়েছিল। কিন্তু থামেননি ওই মহিলা। তিনি যৌন সম্পর্কের জন্য তার ওপর চাপ দেওয়া বন্ধ করেননি। এমনকী ভয় দেখাতেন, তাঁর সঙ্গে সম্পর্ক তৈরিতে রাজি না হলে তিনি তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনবেন।
চাপের মুখে আর মাথা ঠিক রাখতে পারেনি ছেলেটি। বুধবার রাতে বাড়িতে সে, অনিতা আর তাঁর আড়াই বছরের মেয়ে ছাড়া কেউ ছিল না। অনিতার স্বামী ওমপাল ছিলেন অফিসে। মহিলা বসে টিভি দেখছিলেন। তখন সে রান্নাঘরের ছুরি এনে তাঁর গলা কেটে দেয়।
১৫ মাস আগে দিল্লি রেল স্টেশন থেকে অনিতা ও ওমপাল বাড়ি নিয়ে আসেন ছেলেটিকে। সে কাজের খোঁজ করছিল। তখন থেকে বাড়ির যাবতীয় কাজ তো করতই, ওমপালের ব্যবসা সংক্রান্ত কাজকর্মও দেখত সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement