এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কঙ্গনার নিরাপত্তায় ওয়াই প্লাস, হাথরসের নির্যাতিতার পরিবারের 'ভগবান ভরসা ’, সামনায় তোপ শিবসেনার
হাথরাসে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে সরকারকে নিশানা শিবসেনার। দলের মুখপত্র সামনা-য় সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, কঙ্গনাকে রানাউতকে ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা দিয়েছে সরকার। কিন্তু হাথরসের নির্যাতিতার পরিবারকে ভগবানের ভরসায় ফেলে রাখা হয়েছে।
মুম্বই: হাথরাসে নির্যাতিতার পরিবারের সদস্যদের নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে সরকারকে নিশানা শিবসেনার। দলের মুখপত্র সামনা-য় সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, কঙ্গনাকে রানাউতকে ওয়াই ক্যাটিগরি নিরাপত্তা দিয়েছে সরকার। কিন্তু হাথরসের নির্যাতিতার পরিবারকে ভগবানের ভরসায় ফেলে রাখা হয়েছে। যোগী সরকারকে আক্রমণ করে সিবিআই তদন্তও নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সামনায়।
শিবসেনা মুখপত্রে লেখা হয়েছে, পরিবার বিচারবিভাগীয় তদন্ত চেয়েছিল। কিন্তু তড়িঘড়ি হাথরস গণধর্ষণ কাণ্ড সিবিআইয়ের হাতে সঁপে দিয়েছে যোগী সরকার। পরিবার বা কোনও তরফে দাবি না উঠলেও সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার দেওয়ার নেপথ্যেও কোনও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা রয়েছে বলেই মনে করছে সামনা। এই ঘটনায় যে সব খামতি রয়েছে সেগুলি যেন প্রকাশ্যে না আসে তা রুখতেই সিবিআইকে ডাকা হয়েছে বলে মনে করে শিবসেনা।
পরিবারের লোককে না জানিয়ে রাতের অন্ধকারে যে ভাবে তড়িঘড়ি নির্যাতিতার সৎকার করে ফেলা হয়েছে তারও সমালোচনা করেছে শিবসেনার দলীয় মুখপত্র। সামনায় বলা হয়েছে, এখনও পর্যন্ত যেসব রাজনীতিকরা পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছেন তাদের উপর লাঠি চালানো হয়েছে। দলিত সম্প্রদায়ের সঙ্গে যদি এমন ব্যবহার করা হতে থাকে, তাহলে শীঘ্রই তারা রাস্তায় নামবে।
এদিনই হাথরস কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। সেখানে যদিও যোগী সরকার জানিয়েছে অবাধ ও নিরপেক্ষ তদন্তের জন্যই যোগী সরকার সিবিআইকে তদন্তভার দিয়েছে। কিন্তু বিরোধীরা সে যুক্তি শুনতে নারাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement