আবদুল্লাকে জবাব, শ্রীনগরের লালচকে জাতীয় পতাকা উত্তোলন করবে শিবসেনা
জম্মু: আগামীকাল লালচকে জাতীয় পতাকা উত্তোলন করতে একটি টিম পাঠাল শিবসেনার জম্মু ও কাশ্মীর শাখা।
মঙ্গলবার, রাজ্য শাখার প্রধান ডিম্পি কোহলি বলেন, শিবসেনার একটি বিশেষ দলকে এদিন শ্রীনগরে পাঠানো হয়। আগামীকাল তারা লালচকে জাতীয় পতাকা উত্তোলন করবে।
সম্প্রতি, ন্যাশনাল কন্ফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা কেন্দ্রকে বলে, লালচকে তেরঙা উড়িয়ে দেখাতে।
গত সপ্তাহে, তিনি বলেন, ওরা (কেন্দ্র ও বিজেপি) পাক-অধিকৃত কাশ্মীরে তেরঙা ওড়ানোর ডাক দিয়েছে। আমি ওদের বলছি, আগে শ্রীনগরের লালচকে এসে জাতীয় পতাকা উড়িয়ে দেখাও। সেটাই ওরা করতে পারে না, আবার পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলছে।
শিবসেনার এই কর্মসূচি আবদুল্লার মন্তব্যের জবাব বলেই জানান কোহলি। এদিন কোহলি বলেন, আবদুল্লা ভারতীয়দের চ্যালেঞ্জ করেছেন লালচকে তেরঙা উত্তোলন করতে। আমরা তাঁকে এভাবেই জবাব দেব।
তিনি যোগ করেন, সেদিন বেশি দূরে নেই যেদিন পাক-অধিকৃত কাশ্মীরেও তেরঙা উড়বে।