এক্সপ্লোর
Advertisement
সিন্ধু-সাক্ষী-দীপাকে সচিনের গাড়ি উপহার আদতে বিএমডব্লু-র ‘বিজ্ঞাপন’, মন্তব্য শোভা দে-র
মুম্বই: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেখিকা শোভা দে।
রিও অলিম্পিকে দুরন্ত পারফরম্যান্সের জন্য সম্প্রতি রুপোজয়ী পিভি সিন্ধু, ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক এবং চতুর্থ স্থানাধিকারী দীপা কর্মকারকে বিলাসবহুল বিএমডব্লু গাড়ি উপহার দেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
এই প্রেক্ষিতে এদিন ট্যুইটারে ফের তির্যক মন্তব্য করেন শোভা দে। তাঁর ‘বিস্ফোরণ’, এই উপহারের মাধ্যমে আদতে স্রেফ ওই গাড়ি প্রস্তুতকারী সংস্থার ‘বিশাল বিজ্ঞাপন’ হল ।
তিনি সংশয় প্রকাশ করেন, ওই দামী গাড়িগুলিকে আদৌ চালাতে পারবেন তো দীপা-সাক্ষী-সিন্ধুরা? আশা করি, গাড়িগুলি এই ক্রীড়াবিদদের কাছে ‘সাদা হাতি’ হয়ে উঠবে না!
[embed]https://twitter.com/DeShobhaa/status/770125984012050432[/embed]
এখানেই থেমে থাকেননি শোভা। তাঁর আক্রমণের নিশানায় চলে আসেন খোদ মাস্টার ব্লাস্টার। এই বিতর্কিত সোশ্যালাইটের প্রশ্ন, সচিন যে গাড়িগুলি উপহার দিলেন, তিনি কি সেগুলি দাম দিয়ে কিনেছেন?
[embed]https://twitter.com/DeShobhaa/status/769902043138035712[/embed]
গাড়িগুলি সচিন নিজের থেকে দিয়েছেন বলে বেশ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও, আদতে গাড়িগুলি কিনেছেন হায়দরাবাদের এক ব্যবসায়ী। নাম চামুণ্ডেশ্বরনাথ। যিনি জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে।
এখানে বলে রাখা প্রয়োজন, চার বছর আগে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের পর সাইনা নেহওয়ালকেও একইভাবে বিএমডব্লু গাড়ি দিয়েছিলেন সচিন। সেবারও, গাড়ির দাম বহন করেছিলেন এই ব্যবসায়ী।
প্রসঙ্গত, ভারতে বিএমডব্লু-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সচিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement