এক্সপ্লোর
Advertisement
স্বচ্ছ ভারত অভিযানের নতুন মুখ হতে পারেন সিন্ধু, সাক্ষী, দীপা
নয়াদিল্লি: স্বচ্ছ ভারত অভিযানের নতুন প্রচারদূত হতে পারেন পিভি সিন্ধু, সাক্ষী মালিক এবং দীপা কর্মকার। কেন্দ্রীয় পানীয় জল ও জঞ্জাল সাফাই মন্ত্রকের সচিব পরমেশ্বরণ আইয়ার বলেছেন, ‘অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক ও পিভি সিন্ধু এবং জিমন্যাস্ট দীপা কর্মকারকে আমরা স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যুক্ত করতে চাই। তাঁদের সাফল্যে পরিচ্ছন্নতা এবং জঞ্জাল সাফাইয়ের ভূমিকার কাহিনী এই অভিযানকে আরও সফল করে তুলবে।’
এবারের অলিম্পিকে ভারত দুটি পদক পেয়েছে। কুস্তির ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন সাক্ষী। ব্যাডমিন্টনের সিঙ্গলসে রুপো পেয়েছেন সিন্ধু। তাঁদের এই সাফল্য বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের অনুপ্রাণিত করবে বলেই মনে করেন আইয়ার। এই ক্রীড়াবিদদের প্রচারের কাজে ব্যবহার করার জন্য ক্রীড়া মন্ত্রককে প্রস্তাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
জঞ্জাল সাফাই এবং পরিচ্ছন্নতার লক্ষ্যে ২০১৪ সালের ২ অক্টোবর স্বচ্ছ ভারত মিশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযানের প্রচারদূত হিসেবে প্রাথমিকভাবে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিতাভ বচ্চন, রামদেব, অনিল অম্বানি সহ ২৭ জনকে বেছে নেওয়া হয়। এবার সিন্ধু, সাক্ষী, দীপাদেরও স্বচ্ছ ভারত মিশনে শামিল করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement