এক্সপ্লোর
Advertisement
৬ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে যোগ শিক্ষা
নয়াদিল্লি: আগামী শিক্ষাবর্ষ থেকেই দেশের ৬ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে নতুন বিভাগ যোগ কলা ও বিজ্ঞান। উচ্চশিক্ষায় যোগ বিষয়টিকে আনার ভাবনা চিন্তা কেন্দ্রেরই।
সম্প্রতি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি একটি ওয়ার্কশপে এই ঘোষণা করেন। কেন্দ্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। সেখানে তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটির সুপারিশে আগামী শিক্ষাবর্ষ থেকেই সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে যোগ বিষয়টি চালু করা হবে। এরমধ্যে প্রথম দফায় দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং উত্তরপূর্বে ছয়টি বিশ্ববিদ্যালয়ে চালু করা হবে বিষয়টি। যোগ কলা ও বিজ্ঞান বিষয়টির ওপর সার্টিফিকেট কোর্স, স্নাতক, স্নাতকোত্তর, স্নাতকোত্তর ডিপ্লোমা, গবেষণা অবধি করা যাবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগগুরু অধ্যাপক এইচ আর নগেন্দ্র। এবছরের এপ্রিলেই কোর্সের সিলেবাস সংক্রান্ত রিপোর্টও জমা দিয়েছে কমিটি। নতুন বিভাগ চালু করার জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে ১০ কোটি টাকা করে প্রাথমিক অনুদান দেওয়ার সুপারিশ করেছে তারা।
যে বিশ্ববিদ্যালয়গুলিতে প্রাথমিক পর্যায়ে বিষয়টি চালু করার কথা ভাবা হচ্ছে সেগুলি হল, শান্তিনিকেতনের বিশ্বভারতী, উত্তরাখণ্ডের হেমবতী নন্দন বহুগুনা গড়ওয়াল বিশ্ববিদ্যালয়, কেরলের সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, অমরকন্টকের ইন্দিরা গাঁধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়, ইম্ফলের মণিপুর বিশ্ববিদ্যালয় এবং আজমীরের সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান অথবা গাঁধীনগরের সেন্ট্রাল ইউিভার্সিটি অফ গুজরাত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement