এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ে জয় রাইডে গিয়ে ঘোড়া থেকে পড়ে মৃত্যু ছ বছরের মেয়ের
মুম্বই: ছোট্ট বাচ্চা মেয়েটি গিয়েছিল রবিবার বিকেল বেলা দক্ষিণ মুম্বইয়ে এক জয় রাইড চড়তে। জয় রাইডে গিয়ে সে ঘোড়ায় চড়ে। কিন্তু আচমকাই ঘোড়া থেকে পড়ে যায় সে। গিরগাউমের বাসিন্দা ছোট্ট মেয়েটিকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা করা গেল না। মেয়েটির ব্রেন ডেথ হয়েছে বলে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। ঘোড়সওয়ারকে গ্রেফতার করা হয়েছে।
নারিমান পয়েন্ট এবং মেরিন ড্রাইভে ঘোড়ায় চড়া বারণ, কিন্তু যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাত্, কুপাররেজ গার্ডেনে এখনও কোনও নিষেধাজ্ঞা নেই।
রবিবার সন্ধেবেলা কালা ঘোডায় ঘোড়ায় চড়ছিল জাহ্নবী শর্মা। সেসময় ঘটনাস্থলে ছিল মেয়েটির বাবা-মা, বড় বোন এবং বাড়ির অন্য সমস্ত আত্মীয়রাও। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই মেয়েটিকে বম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সন্ধে সাতটা নাগাদ হাসপাতালের তরফে পুলিশকে ফোন করে ঘটনার কথা জানানো হয়। নাবালিকার বাবা মহেন্দ্র একটি বেসরকারি সংস্থায় সিনিয়র এক্সিকিউটিভ পদমর্যাদায় কর্মরত রয়েছেন। জোন ওয়ানের পুলিশের ডেপুটি কমিশনার মনোজ কুমার শর্মার দাবি, ঘোড়সওয়ার সোহম জয়সওয়ালের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, জয়সওয়ালের সঙ্গে কোনও সংস্থার যোগ নেই, তিনি নিজেই ঘোড়ার রক্ষণাবেক্ষণ করে এর পরিচালনার দায়িত্বে ছিলেন। নাবালিকার ময়নাতদন্ত সেন্ট জর্জ হাসপাতালে করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement