এক্সপ্লোর
শহিদ মহাদিকের সহকর্মী জওয়ানদের মিষ্টির প্যাকেট পাঠালেন তাঁর সহপাঠীরা

মুম্বই: কাশ্মীরে সেনা জওয়ানদের কাছে দিওয়ালি উপলক্ষ্যে ৪০০ প্যাকেট মিষ্টি পাঠালেন শহিদ সেনা আধিকারিকের সহপাঠীরা। মহাদিকের এক বন্ধু জানিয়েছেন, দিওয়ালিতে পরিবারের থেকে বহু দূরে সীমান্ত পাহাড়া দিচ্ছে সেনাবাহিনী। তাঁদের জন্যই আমরা সুরক্ষিত। তাঁদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ। শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছে জওয়ানদের জন্য মিষ্টির প্যাকেট। ওজন ৩০০ কেজিরও বেশি। গতবছর নভেম্বর মাসে কাশ্মীরের কুপওয়ারার হাজি নাকা জঙ্গল এলাকায় লাইন অফ কন্ট্রোলের কাছে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জখম হন মহারাষ্ট্রের বাসিন্দা ৪১ রাষ্ট্রীয় রাইফেলস্-এর কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষ মহাদিক। হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। কর্নেল মহাদিক ছিলেন সাতারার সৈনিক স্কুলের ছাত্র। তাঁর সহপাঠীরাই মহাদিকের ইউনিটের সদস্যদের কাছে দিওয়ালি উপলক্ষ্যে মিষ্টি পাঠানোর ব্যবস্থা করেন। মহাদিক ছিলেন অলরাউন্ডার। দক্ষ গোলকিপার, ঘোড়ায় চড়াতেও পারদর্শী, শখে বক্সিংও করতেন। শৌর্যের জন্য পেয়েছেন সেনা মেডেলও। কুপওয়ারার অভিযানেও দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। গত মাসেই সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছেন মহাদিকের স্ত্রী স্বাতী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















