মোদীকে হিটলার বললেন রাহুল, জবাবে স্মৃতির 'থ্যাঙ্ক ইউ' নোট
Hitler,once wrote: Keep a firm grasp on reality, so you can strangle it at any time
This is what is happening today-strangulation of reality
— Office of RG (@OfficeOfRG) July 21, 2017
BJP wants to paint a lie over India so that they can return it to an age of kings and no questions, where people were humiliated by power
— Office of RG (@OfficeOfRG) July 21, 2017
Where people's voices were crushed, where the poor and weak were trampled upon. Where millions of Indians were untouchables
— Office of RG (@OfficeOfRG) July 21, 2017
The emperor is completely naked but nobody around him has the courage to tell him.
— Office of RG (@OfficeOfRG) July 21, 2017
মোদী এ নিয়ে কিছু বলেননি। কিন্তু আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি তুলে আনেন কংগ্রেস পার্টির ট্র্যাক রেকর্ডের কথা। বলেন, রাহুল, আপনি এটা বুঝতে ৪২ বছর লাগিয়ে দিলেন। সকলেই জানে, হিটলার থেকে কে অনুপ্রাণিত হয়েছিলেন, দেশের ওপর জরুরি অবস্থা বসিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। তাঁর স্পষ্ট ইঙ্গিত রাহুলের ঠাকুমা ইন্দিরা গাঁধীর আরোপ করা ’৭৫-এর জরুরি অবস্থার দিকে।
ইরানি আরও বলেছেন, এ দেশের নয়, কংগ্রেস দলের জবন্য অপেক্ষা করে রয়েছে বর্ণহীন ভবিষ্যৎ। যাই হোক, রাহুলকে ধন্যবাদ, তাঁর যাবতীয় কাজকর্মের জন্য, বিশেষত বিজেপির থেকে!
@OfficeOfRG u r 42 yrs late on this 1.No prizes for guessing who was inspired by Hitler, imposed the emergency & trampled over democracy.
— Smriti Z Irani (@smritiirani) July 21, 2017
@OfficeOfRG a bleak future awaits the Congress Party, not our Nation!
— Smriti Z Irani (@smritiirani) July 21, 2017
However, thank you @officeofRG for all that you do. Sincerely from the BJP!🙏🙏
— Smriti Z Irani (@smritiirani) July 21, 2017