এক্সপ্লোর
Advertisement
শহিদ বিএসএফ জওয়ানের বাড়ি এলেন আদিত্যনাথ, সঙ্গে সোফা, এসি, মুখ্যমন্ত্রী যেতেই সব উধাও
দেওরিয়া: শহিদ বিএসএফ জওয়ানের বাড়ি রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন। এই পর্যন্ত সব ঠিকঠাক। মুখ্যমন্ত্রী এলেনও নির্দিষ্ট সময়ে। তারপর যা ঘটল, তাতে সকলের চোখ কপালে। মুখ্যমন্ত্রী একা আসেননি, তাঁর সঙ্গে এসেছে এয়ার কন্ডিশনার, একাধিক কার্পেট, হাত মোছার তোয়ালে আর সোফা।
তিনি আসার আগে ঝপাঝপ সাজানো হয়ে গেল শহিদ জওয়ানের বাড়ির বসার ঘর। মুখ্যমন্ত্রী দেখা সাক্ষাৎ সেরে চলে গেলেন। অল্পক্ষণের মধ্যে উধাও হয়ে গেল সব সাজসরঞ্জামও।
হ্যাঁ, নিয়ন্ত্রণরেখায় যে ২ জওয়ানের অঙ্গহীন দেহ ১ তারিখ উদ্ধার হয়েছে, তাঁদেরই একজনের পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। শহিদ বিএসএফ জওয়ানের নাম প্রেম সাগর। উত্তরপ্রদেশের দেওরিয়ার এই জওয়ানের বাড়িতেই যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর আসার একদিন আগে গ্রামের সব নালানর্দমা ঝটপট ঢাকা দেওয়া হয়, রাস্তাঘাট হয় সাফসুতরো।
তারপর যা ঘটল, তার জন্য শহিদের পরিবারের সদস্যরা একেবারেই প্রস্তুত ছিলেন না। মুখ্যমন্ত্রী আসার ঠিক আগে তাঁদের বসার ঘর দামি দামি জিনিসপত্রে সাজিয়ে দেওয়া হয়, তিনি চলে যাওয়ার ১৫-৩০ মিনিটের মধ্যে সব কিছু নিয়ে উধাও হয়ে যান সরকারি আধিকারিকরা।
যদিও এই অভিযোগের ব্যাপারে সরকারি বক্তব্য এখনও জানা যায়নি।
পয়লা মে জম্মু কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখার এপাশে টহল দিচ্ছিলেন প্রেম সাগর। তখন তাঁর ওপর হামলা চালায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। সাগর ও আরও এক জওয়ানকে হত্যা করে তাঁদের অঙ্গহানি ঘটায় তারা।
সাগরের বাড়ির লোকেরা জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে না এলে তাঁর শেষকৃত্য করবেন না তাঁরা। মুখ্যমন্ত্রী ফোনে পরিবারের সদস্যদের কথা বলার পর হয় তাঁর শেষকৃত্য।
দেওরিয়ার টিকমপার গ্রামে শহিদ জওয়ানের বাড়ি গিয়ে তাঁর পরিবারের হাতে ৪ লাখ টাকার চেক তুলে দেন আদিত্যনাথ, কথা দেন, পড়াশোনা শেষ হলে তাঁর ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে, তৈরি হবে তাঁর নামে শহিদ স্মারক। তাঁর স্মৃতিতে গ্রামে একটি মেয়েদের ইন্টার কলেজ স্থাপনেরও প্রতিশ্রুতি দেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement