Ananda Sakal: জুয়ার ঠেকে অভিযানে ভাঙড়ে আক্রান্ত পুলিশ। TMC-র বুথ সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ!
Ananda Sakal : গোয়ালপোখর, ডোমকলের পর এবার ভাঙড়ে আক্রান্ত হল পুলিশ। জুয়ার ঠেকে অভিযানে গেলে পুলিশকে বাঁশ-লাঠি দিয়ে পেটানো, ঘুষি মারার অভিযোগ। তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বে হামলা চলে অভিযোগ পুলিশের। এই ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত হয়েছেন। আহত হন SI রাকেশ দেবনাথ, দুই কনস্টেবল আজিজ আহমেদ ও জয় চৌধুরী। আহত একজন সিভিক ভলান্টিয়ারও। পুলিশ নিগ্রহের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ২ জনকে আটক করেছে পুলিশ।
R G Kar News Update: সিসিটিভিতে সঞ্জয় রায়-সহ অন্যদের দেখা গেলেও, বাকিদের চিহ্নিত করা হল না কেন? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসদের
শনিবার রায় ঘোষণার পরই শিয়ালদা আদালত চত্বর মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-সহ চিকিৎসক সংগঠনগুলি। আদালত চত্বরে ২০টি প্রশ্ন তুলে লিফলেট বিলি করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তাদের প্রশ্ন, অভয়ার পোস্টমর্টেম রিপোর্টে, মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা সম্ভবত কঠিন surface-এ আঘাতের কারণে হতে পারে। কিন্তু ম্যাট্রেসে গলা চেপে খুন করা হলে, scalp-এর নীচে রক্তক্ষরণ কীভাবে? সিসিটিভিতে সঞ্জয় রায়-সহ অন্যদের দেখা গেলেও, বাকিদের চিহ্নিত করা হল না কেন? তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি? কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে? জুনিয়র ডাক্তারদের দাবি, পোস্ট মর্টেমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ আছে, তা কোনও ভাবে একার পক্ষে অল্প সময়ে করা সম্ভব নয়।



















