এক্সপ্লোর
Advertisement
মনদীপ সিংহের শেষকৃত্য সম্পন্ন, শোকস্তব্ধ গ্রামে পালিত হচ্ছে না দীপাবলী
কুরুক্ষেত্র: শুক্রবার কাশ্মীরের কুপওয়ারার মাচিল সেক্টরে পাক সেনাদের কভার ফায়ারের সুযোগ নিয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভিতরে ঢুকে মনদীপ সিংহ নামে এক ভারতীয় সেনা জওয়ানকে হত্যা করে তাঁর অঙ্গচ্ছেদ করে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হল তাঁর জন্মভিটে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার অন্তেরি গ্রামে। তাঁকে পূর্ণ সামরিক মর্যাদা দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে।
প্রসঙ্গত, নিয়ন্ত্রণ রেখায় মনদীপকে হত্যা করেই ক্ষান্ত হয়নি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, পিছন থেকে পাক সেনাদের গুলিবৃষ্টির সুযোগ নিয়ে তাঁর নিথর শরীরের ওপর অমানবিক, বর্বরোচিত অত্যাচার চালানো হয়, তাঁর অঙ্গচ্ছেদ করে। এই ঘটনার তীব্র নিন্দায় সরব দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতারই। শিখ রেজিমেন্ট-এর সেনা জওয়ান ছিলেন মনদীপ সিংহ। তাঁর নৃশংস মৃ্ত্যুতে স্বব্ধ গোটা দেশ। মনদীপের গ্রাম অন্তেরিতে আজ দীপবলীর কোনও উত্সব পালিত হচ্ছে না। গোটা গ্রামে বিষাদের ছায়া। শনিবার মনদীপের দেহ অম্বলায় আনার পর, শহীদ সেনা জওয়ানের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।Mortal remains of soldier Mandeep Singh (who lost his life in encounter near LoC) to be brought to his home town in Kurukshetra, Haryana pic.twitter.com/yFfuRiM0p2
— ANI (@ANI_news) October 30, 2016
No one will celebrate Diwali this year, our entire village mourns the death of Mandeep Singh: Subhash Chandra (Sarpanch, Antahedi Village) pic.twitter.com/FLgzpOPtkU — ANI (@ANI_news) October 30, 2016ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ বাবা ফুল সিংহ জানিয়েছেন, দেশের জন্যে প্রাণ দিয়েছে তাঁর সন্তান। তাই তিনি গর্বিত, এরসঙ্গে তাঁর পাল্টা দাবি, এইধরনের নৃশংস কাজের জন্যে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া উচিত্ ভারতের। নিহত জওয়ান মনদীপ সিংহের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। তাঁর স্ত্রী প্রেরণা হরিয়ানা পুলিশের কনস্টেবল। সংবাদমাধ্যমের কাছে নিহত সেনা জওয়ানের স্ত্রীর দাবি, এবার পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেওয়া উচিত্, এভাবে সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের মরতে দেওয়া যায় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement