এক্সপ্লোর
জমি মামলায় হার, জয়ী পক্ষের চাষ আবাদ রুখতে মাকে ট্রাক্টরের সামনে ফেলল ছেলে

ওয়াসিম: জমি নিয়ে মামলায় হেরে গিয়ে প্রতিপক্ষের চাষ রুখতে মাকে ট্রাক্টরের সামনে ফেলে দিল গুণধর ছেলে। মহারাষ্ট্রের ওয়াসিমের মালেগাঁও তহসিলে এই ঘটনা ঘটেছে। মা চোট পেয়েছেন কিনা এখনও স্পষ্ট নয়। মলাগাঁওয়ের মুঙ্গলা গ্রামের রাউত ও দলভি পরিবারের মধ্যে একটুকরো চাষের জমি নিয়ে মামলা চলছিল। আদালত রায় দেয় রাউতদের পক্ষে। এরপর রাউত পরিবারের একজন চাষ করার জন্য ওই জমিতে যান। তখনই সেখানে এসে যায় দলভি পরিবারের লোকজনও। রাউতদের চাষ করা থেকে রুখতে নিজের বুড়ো মাকে রাউতদের ট্রাক্টরের সামনে ফেলে দেয় ছেলে। [embed]https://twitter.com/ANI/status/1010406112095588353?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fwashim-a-son-threw-his-mother-in-front-of-a-tractor-to-stop-another-man-from-cultivating-a-piece-of-land-895305[/embed] ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে তারা ফৌজদারি মামলা দায়ের করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















