এক্সপ্লোর
নগদ নেই, মুহূর্তেই ক্যাশ নিয়ে দরজায় হাজির হবে ক্যাব!

নয়াদিল্লি: বাড়ি বয়ে এসে নগদ টাকা দিয়ে যাবে ওলা! হ্যাঁ, ঠিকই শুনছেন। এর জন্য বেসরকারি ইয়েস ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এই অ্যাপ-নির্ভর ক্যাব সংস্থা। নোট বাতিলের পরে সকলকে ব্যাঙ্ক বা এটিএমে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে যেমন তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, তেমনই হয়রানির শিকারও হতে হচ্ছে। এই প্রেক্ষিতে গ্রাহক পরিষেবায় এক অভিনব পন্থা অবলম্বন করেছে ইয়েস ব্যাঙ্ক। ব্যাঙ্কের সিনিয়র প্রেসিডেন্ট তথা দেশের প্রধান (ব্র্যান্ড ও রিটেল মার্কেটিং) রজত মেটা জানান, গ্রাহকদের যথাসম্ভব পরিষেবা দিতে এই বিশেষ প্রকল্প চালু করেছেন তাঁরা। তিনি জানান, ক্যাবে করে টাকা ব্যাঙ্ক থেকে চলে আসবে গ্রাহকের কাছে। এর জন্য ওলা-র সঙ্গে চুক্তি প্রায় পাকা করে ফেলা হয়েছে। আগামী দিন দশেকের মধ্যে ওই পরিষেবা চালু হয়ে যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। গতকালই ইয়েস ব্যাঙ্ক ও ওলা গ্রাহকদের জন্য একটি মোবাইল এটিএম পরিষেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা ব্যাঙ্কের শাখার কাছে থাকা ওলা ক্যাবের রাখা পিওএস টার্মিনাল থেকে কার্ড প্রতি ২ হাজার টাকা তুলতে পারবেন। এই পরিষেবা দেশের ১০টি শহরে ৩০টি জায়গায় পাওয়া যাবে। রজত বলেন, ‘এতক্ষণ গ্রাহককে ওলা ক্যাবের কাছে যেতে হচ্ছিল। এবার ক্যাব গ্রাহকের দরজায় এসে দাঁড়াবে।’ এটাও গ্রাহকদের কাছে ভিন্ন অভিজ্ঞতা হবে বলে জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















