এক্সপ্লোর
এবার চাকরি বদলালেই সঙ্গে সঙ্গে ট্রান্সফার পিএফ অ্যাকাউন্ট

নয়াদিল্লি: চাকরিজীবীদের জন্য সুখবর। এবার চাকরি বদলালেই সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট। সামনের মাস থেকেই এই ব্যবস্থা চালু হবে বলে মনে করা হচ্ছে। যদি কোনও কর্মী দেশের বাইরেও কাজের জন্য চলে যান তাহলেও এই সুবিধে পাবেন তিনি। মুখ্য প্রভিডেন্ট ফান্ড কমিশনার ভিপি জয় জানিয়েছেন, কেউ যদি চাকরি পাল্টান, তবে কোনও আবেদনপত্র ছাড়াই মাত্র ৩ দিনের মধ্যে তাঁর পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করার চেষ্টা করছেন তাঁরা। যদি সেই কর্মীর যাচাই করা আধার পরিচয়পত্র থাকে তবে তিনি দেশের যেখানেই থাকুন, কোনও আবেদনপত্র বিনাই তাঁর অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে। পুরনো অফিস অ্যাকাউন্ট আর বন্ধ করার দরকার পড়বে না। সামাজিক নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মুখ্য প্রভিডেন্ট ফান্ড কমিশনার জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















