এক্সপ্লোর
‘সাইকেল’-এর অধিকার চেয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন অখিলেশ
![‘সাইকেল’-এর অধিকার চেয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন অখিলেশ Sp Feud Massive Mulayam Akhilesh Faceoff At Election Commission Office Over Bicycle ‘সাইকেল’-এর অধিকার চেয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন অখিলেশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/02092102/dc-Cover-m9ttc8jmn4kdgq5u6soi88dl53-20161231143323.Medi_-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: সমাজবাদীর পার্টির অভ্যন্তরীণ লড়াই এবার নির্বাচন কমিশন পর্যন্ত যেতে চলেছে। দলীয় প্রতীক সাইকেলের অধিকার নিশ্চিত করার জন্য কমিশনের দ্বারস্থ হতে চলেছেন সপা-র জাতীয় সভাপতি নির্বাচিত হওয়া অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে দলে অখিলেশের বিরোধী পক্ষ যাতে কোনওভাবেই দলীয় প্রতীক ব্যবহার করতে না পারে, তার জন্যই নির্বাচন কমিশনে যাচ্ছেন অখিলেশ।
সপা-র দলীয় সংবিধান অনুসারে, সভাপতিই নির্বাচন কমিশনের কাছ থেকে প্রতীকের অনুমোদন নেন। ফলে অখিলেশেরই সাইকেলের অধিকার পাওয়ার কথা। কিন্তু সেটা না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কারণ, সপা-র অভ্যন্তরীণ দ্বন্দ্ব যেভাবে নাটকীয় মোড় নিচ্ছে, তাতে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। সেই কারণে কমিশনের দ্বারস্থ হতে চলেছে অখিলেশ-শিবির।
রবিবারই সপা-র জাতীয় সভাপতি হয়েছেন অখিলেশ। মুলাময় সিংহ যাদব হয়েছেন মার্গদর্শক। দলে অনেক রদবদল হয়েছে। এ বিষয়ে অখিলেশের বক্তব্য, ‘কখনও কখনও প্রিয় কাউকে রক্ষা করার জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে হয়। আমি কঠোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সেটা নিতেই হত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)