এক্সপ্লোর
Advertisement
মুলায়মের ছোট ছেলের স্ত্রী অপর্ণা যাদবকে টিকিট দিল সপা, লড়বেন রীতা বহুগুণার বিরুদ্ধে
লখনউ: সমাজবাদী পার্টির (সপা) প্রার্থীতালিকায় মুলায়ম সিংহ যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা যাদব। আজ প্রকাশিত দলের চার নম্বর প্রার্থী লিস্টে ২৬ বছরের অপর্ণাকে টিকিট দেওয়া হয়েছে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্রে। অখিলেশ সিংহ যাদবের সত্ ভাই প্রতীকের স্ত্রী অপর্ণা লড়বেন গত অক্টোবরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা রীতা বহুগুণার বিরুদ্ধে। ২০১২র বিধানসভা ভোটে ওই কেন্দ্রে জেতেন রীতা, তখনকার বিজেপি প্রার্থীকে ২১ হাজারের বেশি ভোটে হারিয়ে। কংগ্রেসের এককালের বাঘা নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুণার মেয়ে তিনি।
সপা সূত্রের খবর, অপর্ণা নিজের এনজিও-র মাধ্যমে ওই কেন্দ্রে নিজের জমি তৈরি করেছেন বেশ কিছুদিন ধরে। যদিও সপা-র সাম্প্রতিক ঘরোয়া বিবাদে ও অখিলেশের হাতে দলের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাওয়ায় তাঁর টিকিট পাওয়া বেশ অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে টিকিট দিলেন অখিলেশ।
অপর্ণার মতে, কংগ্রেস-সপা জোট হওয়ায় তাঁর জয়ের সম্ভাবনা অনেক বেড়েছে। তিনি বাড়তি সমর্থন পাবেন। তিনি বলেছেন, এই কেন্দ্রের মানুষ জানেন, তাঁরা যাঁকে আগেরবার নির্বাচিত করেছেন, তিনি কী করেছেন, আর আমিই বা কী করেছি। অপর্ণার দাবি, রীতা বহুগুণা নিজেই তাঁর কাজের সার্টিফিকেট দিয়েছেন। নির্ভয়াকাণ্ডে মুখর হওয়ায় রীতাজিই আমার প্রশংসা করে চিঠি দিয়েছিলেন। কিন্তু দল আমায় প্রার্থী করছে বুঝেই উনি সুর বদলে ফেলেন। কিন্তু আমি নিশ্চিত, এমএলএ না হয়েও আমি যা করেছি, সেজন্য কেন্দ্রের মানুষ আমায় জয়ী করবেন। পাল্টা রীতার দাবি, ব্যক্তিগত ভাবে একজন কী করলেন আর একটা বিশেষ পরিবারের স্রেফ একজন সদস্য হওয়ার মধ্যে ফারাকটা কী, সেটা লোকে বোঝেন। রীতার দাবি, লখনউ বিজেপির প্রতি বরাবর সদয়। গত টানা পাঁচবার বিজেপি প্রার্থীদের জিতিয়েছে। তাই আমার জয় কঠিন হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement