এক্সপ্লোর
দুবছর আগে হারানো ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিল আধার কার্ড

ইন্দওর: পরিবারের কাছে হারানো ছেলেকে ফিরিয়ে দিল আধার কার্ড। মধ্যপ্রদেশের ইন্দওরের নিরঞ্জনপুরার বাসিন্দা ১৮ বছরের নরেন্দ্র দু বছর আগে হারিয়ে গিয়েছিল। পৌঁছে গিয়েছিল কর্নাটকে। মানসিক প্রতিবন্ধকতার শিকার ওই তরুণ তার বাড়ির ঠিকানা কাউকে বলতে পারেনি। তাকে বেঙ্গালুরুর একটি অনাথ আশ্রমে পাঠানো হয়। এরপরই ঘটে চমকপ্রদ ঘটনা। অনাথ আশ্রমে আধার কার্ড শিবির চলছিল। নরেন্দ্রও তার আধার কার্ড তৈরির জন্য সেখানে গিয়েছিল। কার্ডের জন্য যখন তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়া হচ্ছিল, তখনই জানা গেল কয়েক বছর আগেই নরেন্দ্রর কার্ড তৈরি হয়েছে। হদিশ মেলে তার বাড়ির ঠিকানারও। সেই সূত্র ধরে আশ্রম কর্তপক্ষ নরেন্দ্রর বাড়ির সঙ্গে যোগাযোগ করে।
ছেলেকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নরেন্দ্রর বাবা। একটা সময় তো ছেলেকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। নরেন্দ্রর বাবা-র কথায়, তাঁদের কাছে এর চেয়ে আশাতীত আর কিছু হয় না।
ছেলেকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নরেন্দ্রর বাবা। একটা সময় তো ছেলেকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিলেন তিনি। নরেন্দ্রর বাবা-র কথায়, তাঁদের কাছে এর চেয়ে আশাতীত আর কিছু হয় না। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















