এক্সপ্লোর
বিমান পরিষেবার ১১ বছর, খরাক্লিষ্ট লাতুরের ১১ গ্রামে এক মাস প্রতিদিন জল দেবে স্পাইসজেট
![বিমান পরিষেবার ১১ বছর, খরাক্লিষ্ট লাতুরের ১১ গ্রামে এক মাস প্রতিদিন জল দেবে স্পাইসজেট Spicejet To Supply Water In 11 Parched Villages Of Maharashtra বিমান পরিষেবার ১১ বছর, খরাক্লিষ্ট লাতুরের ১১ গ্রামে এক মাস প্রতিদিন জল দেবে স্পাইসজেট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/09155723/Spicejet--270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিমান পরিষেবার ১১ বছর পূর্তিতে মহারাষ্ট্রের মারাঠওয়াড়ার খরা কবলিত লাতুরের ১১টি গ্রামে প্রতিদিন ৭১ হাজার ৫০০ লিটার জল সরবরাহ করবে স্পাইসজেট। এ ব্যাপারে তারা ‘এনিবডি ক্যান হেল্প’ নামে একটি এনজিও-র সঙ্গে সামিল হয়েছে। ২৩ মে থেকে ২৩ জুন পর্যন্ত টানা এক মাস আউসা তালুকের গ্রামগুলিতে জল পৌঁছে দেবে তারা। এজন্য জলের ট্যাঙ্ক ঠিক করা হয়েছে। গোটা প্রক্রিয়াটি সমন্বয় রেখে রূপায়ণ করা হবে।
এক বিবৃতিতে স্পাইসজেট বলেছে, রাজ্য যখন ভয়াবহ খরার সঙ্গে লড়ছে, সে সময় স্পাইসজেট তাদের বিমান পরিষেবার একাদশ বর্ষপূর্তিতে লাতুরের ১১টি গ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করছে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে ভয়াবহ খরা চলছে। রাজ্য সরকার ২৯ হাজারের বেশি গ্রামকে খরা কবলিত বলে ঘোষণা করেছে। অধিকাংশ গ্রামই মারাঠওয়াড়া, বিদর্ভ এলাকায়। মহারাষ্ট্র সরকারই জানিয়েছে, আর মাত্র ১ শতাংশ জল অবশিষ্ট রয়েছে মারাঠওয়াড়ার বাঁধগুলিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)