এক্সপ্লোর
Advertisement
সপা-র ২৫ বছর:মঞ্চে শিবপালের খোঁচা, অনেকে বিনা পরিশ্রমে ক্ষমতা অর্জন করে, কেউ আবার খেটেও পায় না
লখনউ: সমাজবাদী পার্টির ২৫ বছর পূর্তির অনুষ্ঠান মঞ্চে আজ উপস্থিত ছিলেন জেডিইউ, আরজেডি, আরএলডি-র বিভিন্ন নেতারা। যাদব পরিবারের সাম্প্রতিক অন্তর্দ্বন্দ্ব ভুলে আজকের অনুষ্ঠানে ঐক্যতার বার্তা দিয়ে একমঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সপা সভাপতি মুলায়ম সিংহ যাদব, সপা-র রাজ্য সভাপতি শিবাপল যাদব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে।
আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে পার্টির উদ্দেশ্যে দলের রাজ্য সভাপতি শিবপাল যাদবের বার্তা ‘আমি মুখ্যমন্ত্রী হতে চাই না। আমাকে অপমান করুন, সরিয়ে দেওয়া হোক দল থেকে, কিন্তু কাজ নিয়ে যেন কেউ প্রশ্ন না করেন’। তারপর আরও একধাপ এগিয়ে গিয়ে শিবপালের মন্তব্য, তাঁর কাছ থেকে যদি রক্ত চায় অখিলেশ, তাহলে সেটাও দিতে তিনি প্রস্তুত। তবে এরসঙ্গে তিনি বিঁধতেও ছাড়েননি। নাম না করে তিনি অখিলেশের উদ্দেশ্যে বলেন অনেক ব্যক্তি বিনা পরিশ্রমে ক্ষমতা অর্জন করেন। কেউ কেউ আবার সারাজীবন খেটেও কিছুই পায় না। তবে আজকের অনুষ্ঠানের শুরুতে অখিলেশকে শিবপালের পা ছুঁয়ে আশীর্বাদ নিতেও দেখা গিয়েছে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, আরএলডি প্রধান অজিত সিংহ, জেডিইউ নেতা শরদ যাদব, ভারতীয় জাতীয় লোক দলের নেতা অভয় চৌতালা, জেডিইউ নেতা কেসি ত্যাগী এবং বিখ্যাত আইনজীবী রাম জেঠমালানি।
প্রথমে সপার রাজ্য সভাপতি শিবপাল যাদব বলেছিলেন আজকের এই অনুষ্ঠানের মঞ্চে ‘নেতাজী’ অর্থাৎ মুলায়ম সিংহ যাদবের সঙ্গে উপস্থিত থাকবেন শুধু সমাজবাদী ও লহিয়াওয়াদী পার্টির নেতারা। পরে অবশ্য সবদলের প্রতিনিধিরাই সেখানে উপস্থিথ ছিলেন। তবে জোট নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সপা-র তরফে। কংগ্রেসের সঙ্গে সপার কোনও জোট তৈরির সম্ভাবনা এইমুহূর্তে আছে কিনা, সেপ্রসঙ্গে শিবপাল জানান, এখনও এবিষয় কোনও কথা হয়নি।
তবে সপা-র এই অনুষ্ঠানে আসতে পারেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এপ্রসঙ্গে অবশ্য নীতীশ কুমারের তরফে জানানো হয়েছে বিহারে ছট পুজো থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সেজন্যে তিনি মুলায়ম সিংহের কাছে দুঃখপ্রকাশও করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement