এক্সপ্লোর
Advertisement
রজনী 'অশিক্ষিত ও দুর্নীতিগ্রস্ত', রাজনীতিতে যোগদান 'মিডিয়া হাইপ' মাত্র, তোপ সুব্রহ্মন্যম স্বামীর
নয়াদিল্লি: রাজনীতির আঙিনায় পা রাখার কথা আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রূপোলি পর্দায় নায়ক রজনীকান্ত। যদিও তাঁর রাজনীতিতে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা সুব্রহ্মন্যম স্বামী। তিনি রজনীর নতুন দল গঠনের ঘোষণাকে 'মিডিয়া হাইপ' বলে অভিহিত করেছেন। স্বামী এই জনপ্রিয় দক্ষিণী অভিনেতাকে 'অশিক্ষিত ও দুর্নীতিগ্রস্ত' বলেও তোপ দেগেছেন।
স্বামী বলেছেন, 'রজনী অশিক্ষিত লোক। তিনি আমাদের কী বলবেন? আরও একজন তামিল অভিনেতা রাজনীতিতে যোগ দিচ্ছেন, এটা পুরানো গল্প। আমি সর্বদাই রজনীর বিরোধিতা করেছি। সিনেমা তারকাদের কবল থেকে মুক্তি পেলেই তামিলনাড়ুর ভাবমূর্তির উন্নতি হতে পারে। তিনি এখনও কোনও রাজনৈতিক দলের ঘোষণা করেননি'।
বিজেপির রাজ্যসভা সাংসদ আরও বলেছেন, 'রজনীকান্ত মিডিয়া ম্যানেজমেন্ট ছাড়া কিছু নয়'। রজনী যে বিজেপির সঙ্গে হাত মেলাবেন না, তা বুঝে ওঠার জন্য দলীয় নেতাদের কাছে আর্জি জানিয়েছেন স্বামী।
রজনীর রাজনীতিতে যোগদানকে পরিহাস বলেও মন্তব্য করেছেন স্বামী। তিনি বলেছেন, 'তামিলনাড়ুর অন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন। রাজনীতি থেকে সিনেমা তারকাদের কবলমুক্ত হওয়ার মানসিকতা দেখা দিয়েছে রাজ্যে। রজনী একেবারে ভুল সময় ও ভুল জায়গায় রাজনীতিতে যোগ দিয়েছেন'।
স্বামী আরও দাবি করেছেন, 'এবার রজনীর কালো টাকা সংক্রান্ত বিষয় প্রকাশ্যে আসবে। এজন্য তাঁর উদ্বিগ্ন হওয়া উচিত'। তামিলনাড়ুর মানুষ রজনীর ফ্যানক্লাবের নাচ-গানে কান দেবেন না বলেও দাবি করেছেন স্বামী। ফ্যান ক্লাব কোনও রাজনৈতিক দল হতে পারে না বলেও মন্তব্য স্বামীর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement