জিএসটি-কোপ: ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল ৩২ টাকা, কলকাতায় দিতে হবে ৪৮০.৩২
নয়াদিল্লি: পণ্য পরিষেবা কর বা জিএসটি চালু হওয়ার পর প্রথম বড় ধাক্কা খেতে চলেছে দেশের আপামর মধ্যবিত্ত। জানা গিয়েছে, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম একলপ্তে ৩২ টাকা বাড়ছে। যা গত ৬ বছরের মধ্যে সর্বাধিক।
গত ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হয়েছে জিএসটি। যার ফলে, রান্নার গ্যাসের ওপর বসছে ৫ শতাংশ কর। আগে, পরোক্ষ কর জমানায়, বিভিন্ন পণ্যের ওপর ফ্যাক্টরি-গেট ডিউটি ও বিক্রয় কর ধার্য করা হলেও, দেশজুড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের ওপর কোনও একসাইজ ডিউটি বা শুল্ক চাপানো হত না।
ফলত, যে রাজ্য ভ্যাট ও বিক্রয় করে ছাড় দিত সেখানে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কম ছিল। যেমন—দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কিছু উত্তর-পূর্ব রাজ্যে। অন্যান্য রাজ্যগুলিতে এই কর ১ থেকে ৫ শতাংশ ছিল।
কিন্তু, বর্তমানে জিএসটি জমানায় দেশজুড়ে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের ওপর ৫ শতাংশ কর ধার্য করা হয়েছে। ফলত, যে রাজ্যগুলি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের ওপর বিক্রয় কর বা ভ্যাটে ছাড় দিত, সেখানেই মূলত এই দাম বৃদ্ধি বেশ টের পাওয়া যাচ্ছে।
যেমন, কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩১.৬৭ টাকা বেড়ে হয়েছে ৪৮০.৩২ টাকা। দিল্লির দাম ৪৪৬.৬৫ থেকে বেড়ে হল ৪৭৭.৪৬ টাকা। চেন্নাইতে দাম ৩১.৪১ টাকা বেড়ে হল ৪৬৫.৫৬ টাকা। মুম্বইতে আগে থেকেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে ৩ শতাংশ ভ্যাট নেওয়া হত। সেখানে দাম ২ শতাংশ (১৪.২৮ টাকা) বেড়ে হয়েছে ৪৯১.২৫ টাকা।
প্রসঙ্গত, ২০১১ সালের ২৫ জুন আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ার ফলে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে সিলিন্ডারের দাম এক লাফে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তারপর এখন বাড়ল ৩২ টাকা।
এতো গেল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। বর্তমান জিএসটি জমানায় ভর্তুকিহীন রান্নার গ্যাসকে ১৮ শতাংশ করের আওতায় রাখা হয়েছে। সাধারণত, প্রতি গ্রাহক বছরে ১২টি করে রান্নার গ্যাস সিলিন্ডার ভর্তুকিযুক্ত দামে পাবেন। এর থেকে বেশি হলে তাঁকে কিনতে হবে বাজারদরে, যা প্রায় ৫৬৪ টাকা।