এক্সপ্লোর
সংখ্যালঘু সংরক্ষণে কোনও প্যানেল নেই কেন, জম্মু কাশ্মীর সরকারকে প্রশ্ন কেন্দ্রের

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের সংখ্যালঘু হিন্দু, শিখদের অধিকার সুরক্ষিত রাখার জন্য কোনও প্যানেল গঠিত হয়নি কেন। প্রদান বিচারপতি জে এস খেহর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ এই প্রশ্ন করল জম্মু কাশ্মীর সরকারকে। কেন্দ্রকেও একই প্রশ্ন করেছে তারা। কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে বসে এ ব্যাপারে পথ খোঁজার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ৪ সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মুর জনৈক আইনজীবী এ ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দাখিল করেন। তিনি বলেন, জম্মু কাশ্মীরে কোনও সংখ্যালঘু কমিশন না থাকায় রাজ্যের সংখ্যালঘু হিন্দু ও শিখদের প্রাপ্য যাবতীয় সুযোগসুবিধে, যার মধ্যে উন্নয়নের কোটি কোটি টাকা রয়েছে, তার সবই বেআইনিভাবে দিয়ে দেওয়া হচ্ছে সংখ্যাগুরু মুসলমানদের। ২০১১-র জনগণনা অনুযায়ী, কাশ্মীরের ৬৮.৩ শতাংশ জনগোষ্ঠী মুসলিম। সংখ্যালঘুদের মধ্যে ২৮.৪ শতাংশ হিন্দু, শিখ ১.৯ শতাংশ। এরপর বৌদ্ধ ও খ্রিস্টানরা। আর শুধু কাশ্মীর উপত্যকায় ৯৬.৪ শতাংশ মুসলিম। কেন্দ্রের প্রতিনিধিত্ব করছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি তাঁকে বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদি নির্দিষ্ট কোনও জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার প্রশ্ন ওঠে, তবে সংশ্লিষ্ট প্রশাসন ছাড়া সেটা কার দায়িত্ব। মেহতা শুধু বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই পিটিশনের বিরোধিতা করে রাজ্যের পিডিপি-বিজেপি সরকার বলে, অরুণাচলপ্রদেশ, গোয়া, হরিয়ানার মত বহু রাজ্যে সংখ্যালঘু কমিশন নেই। সেই যুক্তি খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, অন্য রাজ্যের কথা ভুলে যাওয়া হোক। বরং এ নিয়ে অগ্রণী হোক জম্মু কাশ্মীর। ৪ সপ্তাহের মধ্যে এ ব্যাপারে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















