Munawar Faruqui: কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে অন্তবর্তীকালীন জামিন সুপ্রিম কোর্টের
একইসঙ্গে মধ্যপ্রদেশ সরকারকে নোটিশও জারি করেছে শীর্ষ আদালত...
![Munawar Faruqui: কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে অন্তবর্তীকালীন জামিন সুপ্রিম কোর্টের Supreme Court grants interim bail to comedian Munawar Faruqui Munawar Faruqui: কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে অন্তবর্তীকালীন জামিন সুপ্রিম কোর্টের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/02/05173047/munawar-farooqui.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: হিন্দু দেবদেবীদের ওপর অপমানজনক টিপ্পনী ও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার দায়ে অভিযুক্ত স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে অন্তবর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট।
এর আগে, মুনাওয়ারের জামিন খারিজ করেছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। এই প্রেক্ষিতে মধ্যপ্রদেশ সরকারকে নোটিশও জারি করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ, গ্রেফতারির সময় পুলিশ সঠিক প্রক্রিয়া অনুসরণ করেনি।
একইসঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে উত্তরপ্রদেশে দাখিল হওয়া প্রোডাকশন ওয়ারেন্টের ওপরও স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত।
বিজেপির বিধায়ক একলব্য সিংহ গৌরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ২৯ বছর বয়সী ফারুকিকে। ইন্দোর থেকে মুনাওয়ার সহ আরও ৫ কৌতুক শিল্পীকে গ্রেফতার করা হয়।
হিন্দু দেবদেবীদের নিয়ে "নোংরা এবং অশালীন কৌতুক" করার অভিযোগ ওঠে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কেও অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ।
গতমাসে মধ্যপ্রদেশের উচ্চ আদালত মুনাওয়ারের জামিন খারিজ করতে গিয়ে জানায়, স্ট্যান্ড আপ কমেডি শোতে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে প্রমাণিত হয় কৌতুকের আড়ালে সংগঠিতভাবে এই কাজ করা হয়েছে।
ফারুকির আইনজীবী আদালতে বলেছিলেন, ঘটনার দিন ওই শোতে শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু কোনও অশালীন জোকস বলেননি তিনি।
কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। বলা হয়, আরও অপরাধমূলক প্রমাণ পাওয়া যেতে পারে। তদন্ত চলছে। এই ঘটনা এবং সোশাল মিডিয়া পোস্টের ভিত্তিতে উত্তরপ্রদেশেও অভিযোগ দায়ের করা হয়েছে।
বিচারপতি রোহিত আর্য বলেছিলেন, অভিযোগকারীর অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য সহ শোয়ের ভিডিও দেখার পর অভিযুক্তের আবেদন মানা যাচ্ছে না।
বিচারপতির মতে, হাইকোর্ট পর্যবেক্ষণ করে দেখেছে, গত দেড় বছর ধরে অভিযুক্ত ফারুকি সহ বাকি ৫ জন হিন্দু দেবতাদের অবমাননা করে ফেসবুকে পোস্ট করেছেন। ভগবান শ্রীরাম সহ সীতাকে অবমাননা করা হয়েছে। এতে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)