এক্সপ্লোর
Advertisement
কৃষি আইনের তিন ধারাকে চ্যালেঞ্জ করে পিটিশান, চার সপ্তাহের কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট
বিতর্কিত কৃষি আইনের বৈধতা নিয়ে কেন্দ্রের কাছে আজ জবাব চাইল সুপ্রিম কোর্টের এস এ বোদবের নেতৃত্বাধীন বেঞ্চ। সংসদে পাস হওয়া কৃষিবিলের বিরোধিতা করে যে তিনটি পিটিশন জমা পড়েছে, তার প্রেক্ষিতে আজ নোটিশ দিয়েছে এস এ বোবড়ে নেতৃত্বাধীন বেঞ্চ। ৪ সপ্তাহের মধ্যে এই নোটিশের উত্তর পাঠাতে বলা হয়েছে কেন্দ্রকে।
নয়াদিল্লি: বিতর্কিত কৃষি আইনের বৈধতা নিয়ে কেন্দ্রের কাছে আজ জবাব চাইল সুপ্রিম কোর্টের এস এ বোদবের নেতৃত্বাধীন বেঞ্চ। সংসদে পাস হওয়া কৃষিবিলের বিরোধিতা করে যে তিনটি পিটিশন জমা পড়েছে, তার প্রেক্ষিতে আজ নোটিশ দিয়েছে এস এ বোবড়ে নেতৃত্বাধীন বেঞ্চ। ৪ সপ্তাহের মধ্যে এই নোটিশের উত্তর পাঠাতে বলা হয়েছে কেন্দ্রকে।
২৭ সেপ্টেম্বর থেকে রাষ্ট্রপতির অনুমোদনের পরে গোটা দেশে লাগু হয় কৃষি আইন। এই আইনের তিনটি ধারার বিরুদ্ধে আজ ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) প্রধান বিনয় বিশ্বম সুপ্রিম কোর্টে একটি লিখিত পিটিশান জমা দেন। এর মূল বক্তব্য ছিল ' সংসদে পাশ হওয়া ৩টি কৃষিবিলকে আটকানো হোক কারণ এগুলি অসাংবিধানিক।' সিপিআই এর সাংবিধানিক পার্টির সেক্রেটারি ও জাতীয় কাউন্সিল বিভিন্ন কারণ দেখিয়ে এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানান। এর মধ্যে েকটি অন্যতম হল ভারতের যুক্তরাষ্ট্রিয় কাঠামোর ওপর আঘাত করছেএই আইন। রাজ্যসভায় এই বিল পাশের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন বিশ্বম। তাঁর মতে ভারতীয় সংবিধানের ১০০ ও ১০৭ নম্বর ধারা ভাঙছে নয়া কৃষিবিল।
এছাড়াও কৃষিবিল নিয়ে গোটা দেশে চলতে থাকা অশান্তি ও হিংসাত্বক ঘটনার বিরুদ্ধেও সওয়াল করেন তিনি। সংবিধানের ১৪, ১৯ ও ২১ নম্বর ধারাকে এই কৃষিআইন ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি করেন সিপিআই নেতা।
আইনজীবী শ্রীরাম পরাক্কতের মাধ্যমেই এই মামলা দায়ের করেছেন বিনয় বিশ্বম। ভারতীয় কমিউনিস্ট পার্টি ছাড়াও কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলিও এই আইনের বিরোধিতা করছেন। পঞ্জাব সহ একাধিক জায়গায় কৃষিাইনের প্রতিবাদ করেছেন বহু কৃষক থেকে সাধারণ মানুষ। ইন্ডিয়া গেটের সামনে পোড়ানো হয়েছে ট্রাকটর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement