এক্সপ্লোর
জয়সলমীরে ধৃত সন্দেহভাজন আইএসআই চর

জয়পুর: পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের চর সন্দেহে রাজস্থানের জয়সলমীরে একজনকে আটক করল পুলিশ। তার কাছ থেকে কিছু নথি উদ্ধার হয়েছে। ধৃতের নাম হাজি খান, বয়স ৫৫। জয়সলমীরে তার গ্রাম থেকে তাদের আটক করেছে পুলিশ। যোধপুরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে। এই হাজি খান কুঞ্জারালি গ্রামের বাসিন্দা। আগে চাষবাস করত। তিনবার পাকিস্তান ঘুরে এসেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে। সন্দেহ করা হচ্ছে, সেনা ও বায়ুসেনা সংক্রান্ত গোপন নথি সে পাক গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিত। ধরা পড়া দুই চরকে জেরা করে হাজি খানের ব্যাপারে জানতে পারে পুলিশ। তারপর থেকেই সে সন্দেহের তালিকায় ছিল। তার নেটওয়ার্ক, কাজকর্ম ও কী কী তথ্য সে পাচার করেছে জানতে তাকে জেরা করা হচ্ছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয় কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















