এক্সপ্লোর
গরুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল মোহন ভাগবতের কনভয়ের গাড়ি, আহত এক দেহরক্ষী
দুর্ঘটনায় ১ জন আহত হয়েছেন। তাঁকে চিকিত্সার জন্য নাগপুরে নিয়ে যাওয়া হয়েছে।

মুম্বই: তখন বেলা গড়িয়ে সন্ধ্যার দিকে। ঘড়ির কাটায় সোয়া পাঁচটা। চন্দ্রপুর-নাগপুর হাইওয়ের বুক চিরে দিগন্ত বরাবর ছুটছে আরএসএস প্রধান মোহন ভাগবতের কনভয়। পরপর গাড়িগুলোর মধ্যে হঠাতই উল্টো যায় একটি এসইউভি। এরপরই থমকে দাঁড়ায় গোটা কনভয়। জানা যায়, রাস্তার মাঝখানে এসে পরা একটি গরুকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। এসইউভি গাড়ির চালক গরুর পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আচমকাই ব্রেক কষেন। যার ফলে টায়ার পাংচার হয়ে যায় এবং গাড়িটি উল্টে যায়।
পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী ওই গাড়িতে ছিলেন মোহন ভাগবতের ৬ জন দেহরক্ষী। দুর্ঘটনায় তাদের মধ্যে ১ জন আহত হয়েছেন। তাঁকে চিকিত্সার জন্য নাগপুরে নিয়ে যাওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















