সৌদি আরবে জেল, ৩০০ ঘা বেত ভারতীয়র! পরিবারের আর্জিতে খোঁজ নিলেন সুষমা
নয়াদিল্লি: ডাকাতি মামলায় সৌদি আরবে এক বছরের হাজতবাসের শাস্তি পাওয়া এক ভারতীয়র সম্পর্কে খোঁজখবর নিলেন সুষমা স্বরাজ।
খবরে প্রকাশ, হায়দরাবাদের বাসিন্দা বছর বত্রিশের এমবিএ ডিগ্রিধারী মহম্মদ মনসুর হাসান সৌদি আরবে একটি ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হয়। তাঁকে এক বছরের হাজতবাস এবং ৩০০ বেত্রাঘাতের শাস্তি দেয় সেখানকার একটি আদালত।
এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে মনসুরের পরিবার। এরপরই, সৌদিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
https://twitter.com/SushmaSwaraj/status/817416556296617984জানা গিয়েছে, বর্তমানে সৌদির ওয়াদি আল দাওয়াসির জেলে বন্দি রয়েছেন মনসুর। ২০১৩ সাল থেকে তিনি রিয়াধের আব্দেল হাদি আবদুল্লা আল কাতানি নামক সংস্থায় মার্কেটিং অডিটর হিসেবে কাজ করছিলেন।
মনসুরের পরিবারের দাবি, গত বছরের ২৫ অগস্ট, ব্যাঙ্কে এক লক্ষ সৌদি রিয়াল জমা করতে গিয়েছিলেন মনসুর। সেই সময় তাঁর থেকে টাকা ছিনতাই করে পালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী।
অভিযোগ, এরপরে সংস্থার মালিককে তিনি গোটা ঘটনা জানান। তিনি মনসুরকে অবিলম্বে পুলিশের কাছে গিয়ে রিপোর্ট লেখানোর নির্দেশ দেন। সেইমতো, থানায় গেলে, পুলিশ তাঁকে আটক করে।