এক্সপ্লোর
বারাণসীতে বিয়ে করলেন সুইডিশ প্রেমিক-প্রেমিকা

বারাণসী: তাঁরা সুইডেনের নাগরিক। কিন্তু আলাপ কাশীতে। তাই বিয়ের জন্য ধর্ম নগরী কাশীর গঙ্গার ঘাটকে বেছে নিলেন ওই সুইডিশ প্রেমিক-প্রেমিকা। মা গঙ্গার কাছে শপথ নিয়েছিলেন, বিয়েটা গঙ্গার ধারে করবেন। সেই শপথ রাখলেন তাঁরা। বারাণসীর আসসি ঘাটে হল এই বিয়ে। পাত্র নিকোলস বরযাত্রীর পাল নিয়ে হইহই করে রওনা দেন ঘাটের শিব মন্দিরের দিকে। কনে টিল্ডাও যোগ দেন বরযাত্রীদের সঙ্গে। নাচাগানায় যোগ দেন বর-কনে দু’জনেই। কয়েক বছর আগে বারাণসীর সংস্কৃতি নিয়ে আগ্রহের জেরে এখানে আসেন নিকোলস। তখনই আলাপ টিল্ডার সঙ্গে। তারপর প্রণয়, পরিণয়ের সিদ্ধান্ত। বহতা গঙ্গা নদীর সামনে বিয়ে করার শপথ নেন তাঁরা। দু’বছর পর সেই শপথ কাজে পরিণত করার সুযোগ আসে। আসসি ঘাটের কাছে শিব মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন দু’জনে। বিয়ে হয় বৈদিক রীতি মেনে। ভারতীয় সংস্কৃতি মেনে হওয়া এই বিয়েতে যোগ দেন দেশবিদেশের অতিথিরা। নিকোলস-টিল্ডার বিয়ে দেন স্থানীয় পণ্ডিত অজয় মিশ্র। টিল্ডার রিসার্চের কাজে তাঁকে সাহায্য করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















